এবারের শিবিরের মূল আকর্ষণ ছিল হার্টের পরীক্ষার জন্য ব্যবহৃত Sunfox Spandan 12 Lead ECG Professional মেশিন। এটি ভারতের কেন্দ্রীয় ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO) অনুমোদিত একটি অত্যাধুনিক যন্ত্র। সংস্থার পক্ষ থেকে জনস্বাস্থ্যকর্মী ও মনোবিদ প্রিয়নীল পাল জানান, আমাদের লক্ষ্য অবাঞ্ছিত হার্ট অ্যাটাক আটকে দেওয়া।
এই পোর্টেবল মেশিনের মাধ্যমে মাত্র ৫-৬ মিনিটে গোল্ড স্ট্যান্ডার্ড ইসিজি রিপোর্ট পাওয়া সম্ভব। আজ ৪০ জনের ইসিজি পরীক্ষায় ৭-৮ জনের মধ্যে ট্রাইকার্ডিয়াক সমস্যা ও এসটি চেঞ্জেস ধরা পড়েছে, যাদের দ্রুত বিশেষজ্ঞ কার্ডিওলজিস্টের কাছে রেফার করা হয়েছে।
advertisement
আরও পড়ুন- রাস্তায় নাচ দেখিয়ে ভাইরাল অমৃত রায়! উপার্জনের টাকা কী করেন জানলে অবাক হবেন
অতিরিক্ত মোবাইল ও ডিজিটাল গ্যাজেট ব্যবহারের কুফল নিয়ে শিবিরে সতর্ক করেন চক্ষু বিশেষজ্ঞ সৌভিক দে। তিনি জানান, অনেকেই অজান্তে দৃষ্টিশক্তি হারাচ্ছেন বা পাওয়ার বাড়লেও টের পাচ্ছেন না। শিবিরে অত্যাধুনিক পদ্ধতিতে চক্ষু পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা দেওয়া হয়। এই শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্যকর্মী সুমন গড়াই, সমাজকর্মী কৌশিক দে সহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ। প্রযুক্তির সাথে মানবিকতার মেলবন্ধনে এই স্বাস্থ্য শিবির সিউড়ির সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।





