যক্ষা রোগ প্রতিরোধে আগামী ১ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে টিকাকরণ শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে এই টিকাকরণ প্রক্রিয়া চলবে। বাঁকুড়া জেলা স্বাস্থ্য ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান বাঁকুড়া জেলার স্বাস্থ্য আধিকারিক ডাঃ শ্যামল সোরেন। ডাঃ সোরেন জানান যে প্রথম দফায় বাঁকুড়া ,বিষ্ণুপুর সহ আলিপুরদুয়ার, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ, রামপুরহাট এই সাত স্বাস্থ্য জেলায় এই কর্মসূচি পালিত হবে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
সাংবাদিক সম্মেলনে উপস্থিত জেলা টি বি আধিকারিক ডাঃ তন্ময় কুমার ঘোষ জানান প্রথম দফায় রাজ্যের ৬লক্ষ ৮১হাজার মানুষকে টিকাকরণকরা হবে। বাঁকুড়া স্বাস্থ্য জেলার বাঁকুড়া ও খাতড়া মহকুমায় তিন হাজার আক্রান্ত কে টিকা দেওয়া হবে।রোগ প্রতিরোধ এই টিকাকরণ-এর মুখ্য উদ্দেশ্য টিবি মুক্ত বাংলা এবং টিবি মুক্ত দেশ এই থিম টিকাকরণকর্মসূচির।
১৮ দশকের পর যক্ষ্মার কার্যকর চিকিৎসার জন্য কাজ শুরু হয়। এটি এমন একটি রোগ যা কেড়ে নিয়েছে ঐতিহাসিকভাবে বিরাট সংখ্যক প্রাণ। আজও যক্ষায় আক্রান্ত ব্যক্তিরা প্রচন্ড কষ্ট ভোগ করেন। এবার যক্ষা মুক্ত দেশ এবং রক্ষা মুক্ত বাংলা তৈরি করতে বাঁকুড়া জেলায় প্রথম দফায় শুরু হবে যক্ষ্মার টিকাকরণ।
নীলাঞ্জন ব্যানার্জী






