বেতন না পেয়ে বর্তমানে সংসার চালাতে চরম বিপাকে পড়েছেন হাসপাতালে কর্মরত সেই সমস্ত অস্থায়ী কর্মচারীরা। তাই বাধ্য হয়ে এবার তারা হাসপাতালের মধ্যেই শান্তিপূর্ণভাবে কর্মবিরতিতে সামিল হলেন বলে জানান।তাদের দাবি, অবিলম্বে বকেয়া বেতন দিতে হবে। পাশাপশি পিএফ, এসআইএর সুবিধাও দিতে হবে। দাবি পূরণ না হলে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি চলবে তাদের।
advertisement
কটি দোকানের পাঁচিলে গিয়ে ধাক্কা মারে। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় বাস যাত্রীদের উদ্ধার করে।
আরও পড়ুন: মাঠে কাজ করতে গিয়েই সর্বনাশ! বাজ পড়ে মৃত ১
জানা যায়, বর্তমানে রঘুনাথপুর সুপার স্পেশালিটি ও মহকুমা হাসপাতাল যৌথভাবে পরিচালিত হয়। পাঁচটি এজেন্সির তত্ত্বাবধানে এই কর্মচারীরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে কাজ করে আসছেন দীর্ঘ প্রায় ২০ বছরেরও বেশি সময় ধরে। কিন্তু হঠাৎ করে চার মাস ধরে তাদের বেতন আটকে দেওয়া হয়েছে।
এই বিষয়ে যদিও হাসপাতালের সুপার সুদীপা বন্দ্যোপাধ্যায় ক্যামেরার সামনে কোনও কিছু বলতে চাননি। সূত্রের খবর, কাগজ পত্রে ভুল থাকায় বেতন আটকে গিয়েছে। সেগুলি ঠিক করে জমা দেওয়ার কথা জানান হয়েছে। এছাড়াও কর্মবিরতি তুলে নেওয়ার জন্য কর্মীদের সঙ্গে আলোচনা চলছে।