শীতের মরশুম মানেই পর্যটকদের আনাগোনা। আর মাদক-সহ যে কোনও নেশা জাতীয় দ্রব্যই শরীরের জন্য ক্ষতিকর। তাই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। মুলত, ধূমপান একটি মারাত্মক ক্ষতিকর ও বিপজ্জনক অভ্যাস। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর-এ সম্পর্কে জানেন না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। কারণ সিগারেটের প্যাকেটের গায়েই লেখা থাকে ‘বিধিবদ্ধ সতর্কীকরণ । কিন্তু তার পরও অনেকেই দেদার ধূমপান করছে।
advertisement
আরও পড়ুন : মহিলাদের বেঁধে রেখে দুঃসাহসিক ডাকাতি! আতঙ্কে কাঁটা গোটা গ্রাম
অধিকাংশ ধূমপায়ী ধূমপানের মারাত্মক ক্ষতিকর দিকগুলো সম্পর্কে অবহিত নন। বিশেষজ্ঞদের মত, ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা ধূমপান করলে তাঁদের মধ্যে হৃদরোগ, কিডনির সমস্যা, নার্ভের সমস্যা, অন্ধত্বের সমস্যা-সহ নানা শারীরিক জটিলতা দেখা দিতে পারে। ক্যানসারের অন্যতম কারণ হল ধূমপান। তবে সমস্ত ক্যানসারের মধ্যে ফুসফুসের ক্যানসারই সবথেকে বেশি হয় ধূমপান করলে।