Murshidabad News: মহিলাদের বেঁধে রেখে দুঃসাহসিক ডাকাতি! আতঙ্কে কাঁটা গোটা গ্রাম
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Murshidabad Robbery : পাঁচজন দুস্কৃতীর দল পরিবারের মহিলা সদস্যদের বেঁধে রেখে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটাল। জানা গিয়েছে, ভর সন্ধ্যায় বেলডাঙার মীর্জাপুর মল্লিকপাড়া এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে ।
কৌশিক অধিকারী, মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় একবারে ফিল্মি কায়দায় পাঁচজন দুস্কৃতীর দলের হাতে পরিবারের মহিলা সদস্যদের বেঁধে রেখে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। জানা গিয়েছে, ভর সন্ধ্যায় বেলডাঙার মির্জাপুর মল্লিকপাড়া এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে । আর ডাকাতির ঘটনা জানা জানি হতেই তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।
অভিযোগ, আলমারি ভেঙে লুঠ করা হয় সোনার গহনা ও নগদ টাকা। ঘন্টা খানেক ধরে চলে লুঠপাট। খোয়া যায় সাত ভরি সোনার গহনা-সহ নগদ অর্থ। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় বাড়ির পুরুষ সদস্যরা কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন। বাড়িতে ছিলেন গৃহকর্ত্রী ও এক গৃহবধূ । অভিযোগ, সন্ধ্যা ৭টা নাগাদ মুখোশ পরে ৫ জন দুষ্কৃতী বাড়িতে ঢোকে। এরপর দুই মহিলা সদস্যকে হাত মুখ বেঁধে রেখে চলে ডাকাতি ।
advertisement
আরও পড়ুন : বিয়ে করে শ্বশুরবাড়িতে উঠেছিল নাবালিকা, বাড়িতে ফিরিয়ে আনল প্রশাসন
পরিবারের দাবি, মুখ বাঁধা দুস্কৃতীদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র। গ্যাসকাটার দিয়ে তাঁদের ভয় দেখানো হয়। প্রায় ঘণ্টাখানেক ধরে বাড়িতে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। পরিবারের সদস্যদের দাবি, ডাকাত দল নিয়ে যায় প্রায় ৭ ভরি সোনার গহনা ও টাকাপয়সা। ডাকাতির ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্কিত স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলডাঙা থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। যদিও এই ঘটনার পর আতঙ্কিত পরিবার থেকে স্থানীয় বাসিন্দারা সকলেই। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
advertisement
Location :
First Published :
December 05, 2022 1:02 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: মহিলাদের বেঁধে রেখে দুঃসাহসিক ডাকাতি! আতঙ্কে কাঁটা গোটা গ্রাম