অর্থ নয়, প্রচন্ড গরমে দরিদ্রদের হাওয়াই চটি প্রদান করলেন ব্যবসায়ী। প্রচন্ড এই কাঠফাটা রোদে গলে যাচ্ছে রাস্তার পিচ। তার মধ্য দিয়ে খালি পায়ে হেঁটে যাওয়া অসম্ভব। এসেই কথা মাথায় রেখেই নদিয়ার শান্তিপুরের এক প্রতিষ্ঠিত কাপড়ের ব্যবসায়ী দরিদ্রদের হাওয়াই চটি দান করেন।
আরও পড়ুন: তীব্র গরমে বিধ্বস্ত ডুয়ার্সের চা শিল্প, ভবিষ্যৎ নিয়ে একগুচ্ছ প্রশ্ন
advertisement
কাঁচের দরজার ভেতরে ২৫ ডিগ্রি টেম্পারেচার হলেও বাইরে ৪৭ ছুঁই ছুঁই। আর এই প্রখর রৌদ্রের মধ্যে ভিক্ষাবৃত্তির জন্যই হোক কিংবা ছোটখাটো বিভিন্ন জীবিকা নির্বাহ করতে পরিবারের মুখে দুবেলা দুটো ভাত তুলে দেওয়ার জন্য রাস্তায় বেরোনো ছাড়া উপায় নেই অনেকেরই। যাদের অনেকেরই পায়ে নেই চটি । হাত পেতেই হোক কিংবা কায়িক পরিশ্রম করে সারাদিনের সংগৃহীত ৫০ -১০০ টাকা দিয়ে কোনও মতে দু’বেলা দুটো খেয়ে বেঁচে থাকেন। তাই অনেকেরই ইচ্ছে থাকলেও পায়ের জুতো কিনতে পারেন না। ফলে এই গরমে সেই মানুষরা প্রচন্ড কষ্ট পান। তাঁদের কথা ভেবেই এগিয়ে আসেন শান্তিপুর গোভাগার মোড়ের প্রসিদ্ধ কাপড় ব্যবসায়ী সুভাষ দেবনাথ। চলতি বছর তিনি মোট ১৬ জন অসহায় মানুষকে হাওয়াই চটি উপহার দেন।
মৈনাক দেবনাথ