স্থানীয় সূত্রে খবর, আবাদ খড়মপুরের একটি মেছো ভেড়ির জলে ভাসতে দেখা যায় এক ব্যক্তির দেহ। খবর পেয়ে দ্রুত ছুটে আসে পুলিশ। ঘটনাস্থলটি দুই থানার সীমান্তবর্তী হওয়ায় মিনাখা থানার পুলিশও সেখানে পৌঁছয়। পরে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিনাখা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন : আন্তর্জাতিক আসরে বর্ধমানের ঝলক! তিন কন্যা যা করে দেখাল, জানলে গর্ব হবে
advertisement
ইতিমধ্যেই পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, সেই কারণ জানার চেষ্টা করছে পুলিশ। যদিও ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে চাইছেন না তদন্তকারী আধিকারিকরা।
আরও পড়ুন : ঘরে-ঘরে খু*নোখু*নি! কুলটির শুটআউট কাণ্ডে ভাইয়ের পর গ্রেফতার মৃতের খুড়তুতো বোন
স্থানীয়দের দাবি, মৃত ব্যক্তি সাইফুদ্দিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায়শই তাঁকে একা ঘুরে বেড়াতে দেখা যেত। তবে, ঠিক কীভাবে এবং কেন তিনি মেছো ভেড়ির জলে পড়ে মারা গেলেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এলাকায় নানা জল্পনা শুরু হয়েছে এই মৃত্যু ঘিরে।