আন্তর্জাতিক আসরে বর্ধমানের ঝলক! তিন কন্যা যা করে দেখাল, জানলে গর্ব হবে
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
ভারতের বিভিন্ন রাজ্য ছাড়াও নেপাল, শ্রীলঙ্কা থেকে মোট প্রায় ১২০০ প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।
advertisement
advertisement
ভারতের বিভিন্ন রাজ্য ছাড়াও নেপাল, শ্রীলঙ্কা থেকে মোট প্রায় ১২০০ প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। দ্য মার্শাল আর্টস একাডেমি সেইসিনকাই বর্ধমানের প্রধান কোচ রেনসি দেবাশীষ কুমার মন্ডল জনিয়েছেন, এই প্রতিযোগিতায় বর্ধমানের ৩ জন ক্যারাটেকা মোট ৬ টি পদক জয়লাভ করে। তার মধ্যে ২টি সোনা, ২টি রুপো এবং ২টি ব্রোঞ্জ পদক। <strong>(চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)</strong>
advertisement
advertisement
বেঙ্গল ওপেন-৪র্থ আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ দ্য মার্শাল আর্টস একাডেমির এই সাফল্য শুধু বর্ধমানের নয়, সমগ্র বাংলার জন্য গর্বের। এটি প্রমাণ করে যে সঠিক প্রশিক্ষণ, কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকলে যেকোনো আন্তর্জাতিক মঞ্চে নিজেদের মেলে ধরা সম্ভব। <strong>(চিত্র ও তথ্য সূত্র: সায়নী সরকার)</strong>