TRENDING:

Sports News: গ্রামের মেঠো পথে সাইকেল চালিয়ে অলিম্পিকে সোনা জয়ের স্বপ্ন!

Last Updated:

নিজের গ্রামের রাস্তায় সাইকেল চালিয়ে সামার অলিম্পিকে অংশ নিয়েছিলেন তিনি। ১০ কিমি ও ৫ কিমি রেসে ভারতের হয়ে দুটি রুপো জেতেন হাসি দুলে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: ক্রিকেট বিশ্বকাপের পর এবার দেশের মাটিতে অলিম্পিক আয়োজনের তৎপরতা শুরু হয়েছে। খোদ প্রধানমন্ত্রী বিষয়টিতে উৎসাহ দেখিয়েছেন। তারপর থেকেই অলিম্পিকের প্রতি আগ্রহ বেড়েছে তরুণ-তরুণীদের। যার মধ্যে অন্যতম ২০১৯ সালে আবুধাবিতে অনুষ্ঠিত সামার অলিম্পিকে দু-দুটি রুপোর পদক জয়ী ডানকুনির বামুনওয়াড়ির দুলে পাড়ার হাসি দুলে।
advertisement

আরও পড়ুন: অসাবধানতার বলি! পিকআপ ভ্যানের ধাক্কায় ইঞ্জিন ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু

নিজের গ্রামের রাস্তায় সাইকেল চালিয়ে সামার অলিম্পিকে অংশ নিয়েছিলেন তিনি। ১০ কিমি ও ৫ কিমি রেসে ভারতের হয়ে দুটি রুপো জেতেন হাসি। গ্রামের কাঁচা রাস্তাতেই সাইকেল চালানো শেখা। সেখান থেকে সাইকেল চালানো শিখেই বিদেশের মাটিতে জোড়া সাফল্য।

advertisement

সামার অলিম্পিক থেকে হুগলির কৃতী কন্যা যে টাকা রোজগার করেছিলেন তা দিয়ে বর্তমানে নিজের বাড়ি তৈরি করেন। মা-বাবা ও ভাইকে নিয়ে ছোট্ট পরিবার তাঁদের। বাবা পেশায় রাজমিস্ত্রি, মা জমিতে দিনমজুরি করেন। অভাবের সংসারে বাড়ির সমস্ত কাজ করার জন্য সাইকেল চালানো শেখা। বাড়িতে রান্না করে মা-বাবাকে দুপুরের পৌঁছে দিয়ে আসার জন্যই সাইকেল চালানো শুরু হয়েছিল হাসি দুলের। সেখান থেকেই পৌঁছে যান অলিম্পিকের ট্র্যাকে।

advertisement

View More

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

হাসি এখনও গ্রামের রাস্তায় সাইকেল চালানো প্র্যাকটিস করেন। তাঁর এবার স্বপ্ন মূল অলিম্পিকে দেশের হয়ে পদক জয়। গ্রামের মেঠো রাস্তায় ঝড়ের গতিতে সাইকেল উড়িয়ে নিজের কাজ করত হাসি। এলাকার মানুষজনের কাছে জোরে সাইকেল চালানোর জন্য অনেকবার অনেক কথা শুনতেও হয়েছিল। কিন্তু গ্রামের মেয়ে অলিম্পিকে পদক জিততেই সকলের মনোভাব বদলে গিয়েছে। গিয়েছে এখন সবার অত্যন্ত প্রিয়পাত্রী হাসি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sports News: গ্রামের মেঠো পথে সাইকেল চালিয়ে অলিম্পিকে সোনা জয়ের স্বপ্ন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল