TRENDING:

২১ বছরের আগেই বিয়ে ৫৪ শতাংশ মেয়ের! বাল্যবিবাহ রোধে ট্যাবলো ঘুরবে হরিহরপাড়ায়, টানা ১০০ দিন ধরে চলবে অভিযান

Last Updated:

Child Marriage Prevention : বাল্যবিবাহ প্রতিরোধে এক সুসজ্জিত ট্যাবলো এবার ঘুরবে হরিহরপাড়ায়। আগামী ১০০ দিন চলবে এই প্রচার অভিযান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল : বাল্য বিবাহের ব্যাধি এখনও পুরোপুরি দূর করা যায়নি। কিন্তু ১৮ বছরের আগে দেওয়া যাবে না বিয়ে। বাল্যবিবাহ রোধ করতে একাধিক উদ্যোগ গ্রহণ করল মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লক প্রশাসন। একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ১৮ বছর বয়স পেরনোর আগেই বিয়ে হয়ে যায় দেশের ১.৯ শতাংশ মেয়ের। ১৮ পাশাপাশি ২১ বছর বয়সের আগেই মেয়েদের বিয়ে হওয়ার বিষয়টিও ছিল সমীক্ষার বিষয়।
advertisement

সেখানে আবার সবার প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গ। রিপোর্টে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের ৫৪.৯ শতাংশ মেয়ের বিয়ে হয় ২১ বছরের আগে। ঝাড়খণ্ডে সেই সংখ্যাটি ৫৪.৬ শতাংশ। ২১ বছরের আগে মেয়েদের বিয়ে হওয়ার জাতীয় গড় ২৯.৫ শতাংশ। তাই নাবালিকার বিয়ে রুখতে এবার বড় পদক্ষেপ নিল মুর্শিদাবাদ জেলা প্রশাসন। বহরমপুর ও হরিহরপাড়া ব্লকে বাল্য বিবাহ নির্মূল করার এক প্রয়াস গ্রহণ করা হয়েছে। আগামী ১০০ দিন চলবে এই প্রচার অভিযান।

advertisement

আরও পড়ুন : ‘পাকা ধানে মই’, কেটে রাখা ফসলে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা! পুড়ে ছাই হয়ে গেল সব

মুর্শিদাবাদ জেলা শাসকের নির্দেশে বাল্যবিবাহ প্রতিরোধে এক সুসজ্জিত ট্যাবলো এবার ঘুরবে হরিহরপাড়ায়। হরিহরপাড়া বিডিও অফিস প্রাঙ্গণে এই ট্যাবলোর উদ্বোধন করেন বিধায়ক নিয়ামত শেখ ও এসডিও শুভঙ্কর রায়। উপস্থিত ছিলেন হরিহরপাড়া ব্লকের বিডিও ছেরিং জাম ভুটিয়া, পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর, বাপু সংগঠনের পরিচালক প্রতীক চৌধুরী, কো-অর্ডিনেটর জাকিরান বিবি, সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের আগেই জমজমাট দিঘা! কাতারে কাতারে ছুটছে মানুষ, কারণ জানলে আপনিও দৌড়োবেন !
আরও দেখুন

জানা গিয়েছে, বাল্যবিবাহ রোধে সচেতনতা ছড়িয়ে দিতে তৈরি এই ট্যাবলো গাড়িতে তুলে ধরা হয়েছে নানা সামাজিক বার্তা ও আহ্বান। উদ্বোধনের পর ট্যাবলোটি হরিহরপাড়া ব্লকের স্বরূপপুর এলাকায় ঘুরে প্রচার চালাবে। উদ্দেশ্য একটাই, সমাজে বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও পরবর্তী প্রজন্মকে নিরাপদ ভবিষ্যতের বার্তা দেওয়া।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
২১ বছরের আগেই বিয়ে ৫৪ শতাংশ মেয়ের! বাল্যবিবাহ রোধে ট্যাবলো ঘুরবে হরিহরপাড়ায়, টানা ১০০ দিন ধরে চলবে অভিযান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল