Fire at Crops : 'পাকা ধানে মই', কেটে রাখা ফসলে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা! পুড়ে ছাই হয়ে গেল সব
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Fire at Crops : ধানের গাদায় দুষ্কৃতীদের আগুন, পুড়ে ছাই দেড় বিঘা জমির ফসল, স্থানীয় কৃষকের ক্ষতির পরিমাণ বিপুল।
হাসনাবাদ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: ধানের গাদায় দুষ্কৃতিদের আগুন, পুড়ে ছাই দেড় বিঘা জমির ফসল, স্থানীয় কৃষকের ক্ষতির পরিমাণ বিপুল। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদ এলাকার ঘটনা। স্থানীয় আমিলানি গ্রাম পঞ্চায়েতের ভূত বটতলা এলাকায় দুষ্কৃতিদের আগুনে পুড়ে ছাই হল দেড় বিঘা জমির ধান।
স্থানীয় কৃষক আব্দুল হামিদ গাজীর কাটা ধান তিন-চার দিন আগে মাঠ থেকে তুলে এনে ভূত বটতলায় রাস্তার ধারে যাত্রী শেডের পাশে গাদা করে রাখা হয়েছিল। কিন্তু মঙ্গলবার গভীর রাতে টাকি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা কৃষক আব্দুল হামিদ গাজীকে স্থানীয়রা খবর দেন, কে বা কারা রাতের অন্ধকারে তাঁর ধানের গাদায় আগুন লাগিয়ে দিয়েছে।
advertisement
advertisement
তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে গিয়ে তিনি দেখেন, দেড় বিঘা জমির প্রায় ৯০ শতাংশ ধানই পুড়ে ছাই। এই ঘটনায় ক্ষতির পরিমাণ বিপুল বলে জানা গিয়েছে। এরপর খবর দেওয়া হয় হাসনাবাদ থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আব্দুল হামিদ গাজীর পরিবার জানায়, এর আগেও এলাকায় একাধিকবার কৃষকদের শস্য ফসলে আগুন লাগানোর ঘটনা হয়েছে, কিন্তু দুষ্কৃতীরা এখনও ধরা পড়েনি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামীণ কৃষক মহলে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। তাদের দাবি, প্রশাসন দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেফতার করুক এবং ক্ষতিগ্রস্ত কৃষককে উপযুক্ত ক্ষতিপূরণ দিক। অন্যদিকে ক্ষতিগ্রস্ত কৃৃষকের মাথায় হাত। পাকা ধান এইভাবে নষ্ট হয়ে যাওয়ার কারণে অবসাদ গ্রাস করেছে তাঁকে। পরিবারও চিন্তায় ভেঙে পড়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
November 12, 2025 2:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fire at Crops : 'পাকা ধানে মই', কেটে রাখা ফসলে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা! পুড়ে ছাই হয়ে গেল সব

