TRENDING:

Jhargram News: ঝাড়গ্রামে স্কুলে হনুমান, বসল টেবিলে, আচমকা শিক্ষকের গালে কামড়! তারপর....

Last Updated:

মানিকপাড়া অঞ্চলে হনুমানের তাণ্ডবে অতিষ্ট স্থানীয়রা। গত কয়েক দিনে মোট পাঁচ জন গুরুতর আহত। হনুমানের আঁচড়ে গুরুতর জখম এক স্কুল শিক্ষক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া অঞ্চলে হনুমানের তাণ্ডবে অতিষ্ট স্থানীয়রা। গত কয়েক দিনে মোট পাঁচ জন গুরুতর আহত। হনুমানের আঁচড়ে গুরুতর জখম হলেন এক স্কুল শিক্ষক। ‘হনুমান ধরার জন্যে স্কুলে পাতা হয়েছে একটি খাঁচা। আহত ওই শিক্ষকের নাম গোবর্দ্ধন ভুঁইয়া। তিনি মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ হাইস্কুলের সংস্কৃত বিষয়ের শিক্ষক।
Representative Image: Created by AI
Representative Image: Created by AI
advertisement

বর্তমানে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় অষ্টম শ্রেণির ষষ্ঠ পিরিয়ডের ক্লাস চলছিল। সেই সময় হঠাৎই একটি হনুমান ক্লাসরুমে ঢুকে পড়ে এবং শিক্ষকের টেবিলের উপর বসে পড়ে। ছাত্ররা কিছু বোঝার আগেই হনুমান আচমকাই শিক্ষকের গালে আঁচড় মারে। মুহূর্তে রক্তাক্ত অবস্থায় পড়ে যান তিনি। দ্রুত অন্যান্য শিক্ষকরা এসে তাঁকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে তাঁকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ মনতাজ আলী জানিয়েছেন, গত কয়েকদিন ধরে বিদ্যালয়ের বটগাছটিতে প্রায় ৮-১০টি হনুমান দেখা যাচ্ছে। এর আগেও ক্লাস চলাকালীন হনুমান ঘুরে বেড়িয়েছে স্কুল প্রাঙ্গণে, তবে এমন মারাত্মক ঘটনা এই প্রথম। বিষয়টি বনদফতরকে জানান হবে বলেও জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বনদফতর সূত্রে জানা গিয়েছে, মানিকপাড়ায় এক হনুমান বেশ কিছুদিন ধরেই মানুষকে হেনস্থা করছে। তাকে ধরার চেষ্টা করলেও এখনও পর্যন্ত ধরা যায়নি।

advertisement

View More

আরও পড়ুনProtection From Cancer: ক্যানসারের ঝুঁকি অনেকগুণ কমিয়ে দেবে, কোনও শাক-পাতা-সবজি নয়, দামি ওষুধও নয়, নিয়মিত করুন এই কাজ

এ বিষয়ে মানিকপাড়া রেঞ্জের বন আধিকারিক সব্যসাচী হাজরা জানান, স্কুলে হনুমানের আক্রমণের ঘটনাটি তাঁর জানা ছিল না। দ্রুত তদন্ত করে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। অভিযোগ, বন দফতরের তরফে আর কোনও ব্যবস্থা নেই হনুমানগুলিকে অন্যত্র ফেরানোর ও নজরদারি রাখার দাবি জানিয়ে ক্ষোভ স্থানীয় মানুষের। স্কুলে আসা ছাত্রছাত্রী শিক্ষকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরাও আতঙ্কে স্কুলে আসছেন। এই বিষয়ে জেলা শাসক সুনীল আগরওয়াল বলেন, ‘ বিষয়টি নজরে আছে। তিনি বন দফতরকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

তন্ময় নন্দী 

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: ঝাড়গ্রামে স্কুলে হনুমান, বসল টেবিলে, আচমকা শিক্ষকের গালে কামড়! তারপর....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল