আরও পড়ুন: জগদ্ধাত্রী পুজোতে বারুইপুর যেন এক টুকরো চন্দননগর!
যেমন, প্রবল ঝড়-বৃষ্টিতে এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে, কাজ করছে না মোবাইল ফোনের নেটওয়ার্ক, সেখানে বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে, উদ্ধার কাজের বার্তা সঠিক ভাবে পৌঁছে দিতে রেডিওকে কাজে লাগানো হয়৷ সুন্দরবনের প্রতিবছর প্রাকৃতিক বিপর্যয় লেগেই রয়েছে। ঘূর্ণিঝড় আমফান, ইয়াস, ফনি, সহ বিভিন্ন সময় একের পর এক প্রাকৃতিক বিপর্যয় হানা দিয়েছে সুন্দরবনে। বিধ্বংসী ঘূর্ণিঝড় কিংবা নদী বা সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের উপকূল এলাকার বাসিন্দারা।
advertisement
আরও পড়ুন: ৬ বছর ধরে অসহায়দের আপনজন ডায়মন্ডহারবারের এই যুবকরা
দক্ষিণ ২৪ পরগনার অত্যন্ত একটি দ্বীপ হল মৌসুনি। একদিকে চিনাই নদী ও অপরদিকে বটতলা নদী এবং সামনে বঙ্গোপসাগর। বিভিন্ন সময় বিধ্বংসী ঘূর্ণিঝড় কিংবা প্রবল জলোচ্ছ্বাস তছনছ করে দিয়েছে মৌসুনিকে। যেকোনো প্রাকৃতিক বিপর্যয় এলে মৌসুনি দ্বীপে মানুষজনকে উদ্ধার করতে বেগ পেতে হয় জেলা প্রশাসনকে। প্রাকৃতিক বিপর্যয়ের সময় এই দ্বীপের যে সকল নেটওয়ার্কিং সিস্টেম থাকে সেই সিস্টেম সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এর ফলে উদ্ধার কাজে বেগ পেতে হয় জেলা প্রশাসনকে।
অতীতের বিভিন্ন ঘূর্ণিঝড় ও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে জেলা প্রশাসন শিক্ষা নিয়ে এবার। জেলা প্রশাসনের পক্ষ থেকে যে কোনো বিপর্যয়ের সময় উদ্ধার কার্যের গুরু দায়িত্ব দেওয়া হল হ্যাম রেডিওকে। মৌসুনির প্রত্যন্ত দ্বীপ এলাকায় যেকোনো প্রাকৃতিক বিপর্যয় বা যে কোন পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সংযোগ করার জন্য হ্যাম রেডিও এর পক্ষ থেকে একটি অস্থায়ী রেডিও স্টেশন তৈরির কাজ শুরু হল।
সুমন সাহা