Jagadhatri Pujo 2023: জগদ্ধাত্রী পুজোতে বারুইপুর ‌যেন এক টুকরো চন্দননগর!

Last Updated:

চন্দননগরের মতন করেই আলোক সজ্জায় ভরিয়ে তোলা হয়েছে গোটা বারইপুর এলাকা

+
জগদ্ধাত্রী

জগদ্ধাত্রী প্রতিমা

দক্ষিণ ২৪ পরগনা : উৎসবের মরশুমে দুর্গাপুজো ও কালীপুজো শেষ হতে না হতে আবারও বাঙালি মেতে উঠেছে জগদ্ধাত্রী পুজোয়। আর জগদ্ধাত্রী পুজোয় খুব স্বাভাবিকভাবেই ৮ থেকে ৮০-র নজর থাকে চন্দননগরের দিকে। কারণ চন্দননগরে জগদ্ধাত্রী পুজো হয় জমজমট করে৷ তবে চন্দননগরকে টেক্কা দিতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে তৈরি বারুইপুর! এবার যেন চন্দননগরকে টেক্কা দিচ্ছে বারইপুর৷
বারুইপুর স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন ভোট সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির জগদ্ধাত্রী পুজো মন কেড়েছে এলাকার মানুষের। তাদের দ্বিতীয় বর্ষের এবছরের জগদ্ধাত্রী পুজোর থিম এক টুকরো চন্দননগর।
চন্দননগরকে পাল্লা দিতেই তাদের এ বছরের ভাবনা। এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বলিউড অভিনেত্রী পুনম ধিলোঁ।
advertisement
আরও পড়ুন Fire Momo: আগুনে জ্বলছে মোমো! মোমোর বাজারে নতুন, খেতেও অন্যরকম তিব্বতী খাবার!
মূলত পূজোর মূল আকর্ষণ চন্দননগর আলোকসজ্জার মাধ্যমে বারাইপুর শহরের দুই রাস্তা ভরিয়ে তোলা হয়েছে। তার পাশাপাশি কুমোরটুলির প্রতিমা রয়েছে। লোক শিল্প আদলে তৈরি হয়েছে মণ্ডপ যা মানুষের মন কারবে। মূলত চন্দননগরের নিয়মে ষষ্ঠী থেকে দেবীর বোধন শুরু করে এই পুজো কমিটি।এ ব্যাপারে পুজো কমিটির এক সদস্য  বলেন যে চন্দননগরকে টেক্কা দিতে আমরা কোন অংশেই পিছিয়ে নেই!
advertisement
জগদ্ধাত্রী পুজো চন্দনগরের প্রধান ভিত্তিই হল ঐতিহ্য ঝলমলে আলোকসজ্জা। আর তাই আমাদের ভাবনা এক টুকরো চন্দননগর। সেভাবেই চন্দননগরের মতন করেই আলোক সজ্জায় ভরিয়ে তোলা হয়েছে গোটা বারইপুর এলাকা।
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jagadhatri Pujo 2023: জগদ্ধাত্রী পুজোতে বারুইপুর ‌যেন এক টুকরো চন্দননগর!
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement