প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্ভবত গতকাল রাতে বাইরে থেকে খুন করে এনে দেহটি ফাঁকা মাঠের ভিতরে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়৷ তবে খুনের আগে ধর্ষণ অথবা নির্যাতনের ঘটনা ঘটেছে কি না, তা জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷
সাতসকালে মহিলার অর্ধদগ্ধ দেহ উদ্ধারের ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ায় এলাকায়৷ স্থানীয় গ্রামবাসীদের দাবি, মৃত মহিলা ওই এলাকার বাসিন্দা নন৷ ফলে বাইরে থেকে খুন করে দেহ ফেলে যাওয়ার সম্ভাবনাই জোরাল হচ্ছে৷ মৃত মহিলার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ৷ ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় পুলিশ কুকুর৷
advertisement
আরও পড়ুন: স্কুলের বন্ধু, মুসকানের জীবনে কীভাবে ফিরে আসে সাহিল? মেরঠের কাণ্ডের সূত্রপাত ছ বছর আগে
এ দিন সকালে মাঠে চাষের কাজে যাওয়ার সময় প্রথম কয়েকজন কৃষক ওই মহিলার দেহ মাঠের মধ্যে পড়ে থাকতে দেখেন৷ এই খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে গ্রামবাসীদের ভিড় জমে যায়৷ গতকাল রাতে বহিরাগত কাউকে অথবা কোনও গাড়িকে এলাকায় দেখা গিয়েছে কি না, গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তা জানার চেষ্টা করছে পুলিশ৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷
অতীতে কোনওদিন তাঁদের এলাকায় এমন ঘটনা ঘটেনি বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের৷ ফলে, এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্কও ছড়িয়েছে৷