স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে সলপের একটি মন্দিরের চাতালে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বিকাশের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুড় থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হঠাৎ এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
২০০ বারেরও বেশি সাপের কামড় ! শরীরে তৈরি হয়েছে এক ধরনের ‘সুপার ইমিউনিটি’! কে ইনি?
advertisement
পুলিশও নিরাপদ নন! ফাঁকা বাড়িতে পড়ে মহিলা কনস্টেবলের অনাবৃত দেহ! শরীর জুড়ে ক্ষত…
পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, মৃত্যুর পেছনে রহস্য রয়েছে। একাধিক সূত্র বলছে, ওই রাতে স্থানীয় কিছু যুবকের সঙ্গে বিকাশ মদের আসরে বসেছিল। সেখানেই কোনও ঝগড়া বা বচসা থেকে খুনের ঘটনা ঘটে থাকতে পারে। তবে পুলিশের একাংশের মতে, বিকাশ অসুস্থ হয়ে হঠাৎ পড়ে গিয়ে মারা গিয়েও থাকতে পারে। সব মিলিয়ে মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।
অন্যদিকে, পরিবারের দাবি—এটি নিছক স্বাভাবিক মৃত্যু নয়। তাঁদের অভিযোগ, বিকাশকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। তাঁরা দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব নয়। তাই রিপোর্টকে কেন্দ্র করে তদন্তে অগ্রগতি হবে। পাশাপাশি আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় থাকা কয়েকজনকে জিজ্ঞাসাবাদও শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ।
ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্কও ছড়িয়ে পড়েছে। একাদশীর রাতে হঠাৎ মন্দিরের চাতাল থেকে রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষও পুলিশের কাছে দ্রুত রহস্য উন্মোচনের দাবি জানিয়েছেন।