Meerut Merchant Navy Murder Update: স্কুলের বন্ধু, মুসকানের জীবনে কীভাবে ফিরে আসে সাহিল? মেরঠের কাণ্ডের সূত্রপাত ছ বছর আগে

Last Updated:

কিছুদিনের মধ্যেই স্ত্রীর এই বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলেন সৌরভ৷ একটা সময়ের পর স্ত্রীর বিরুদ্ধে ডিভোর্স মামলাও করেন তিনি৷ স্ত্রী

মেরঠ কাণ্ডে ধৃত সাহিল ও মুসকান৷
মেরঠ কাণ্ডে ধৃত সাহিল ও মুসকান৷
মেরঠ: স্কুল জীবনের বন্ধু৷ কিন্তু মাঝে বহু বছর দু জনের কোনও যোগাযোগ ছিল না৷ এরই মধ্যে মার্চেন্ট নেভির অফিসার সৌরভ রাজপুতের সঙ্গে প্রেম করে বিয়েও করে ফেলেছিল মুসকান রাস্তোগি৷ কিন্তু এই বিয়ের কয়েক বছর পরই মুসকানের জীবনে ফিরে আসে ছোটবেলার বন্ধু সাহিল৷ কয়েকদিনের মধ্যেই সাহিলের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়ে মুসকান৷ জড়িয়ে পড়ে বিবাহ বহির্ভূত সম্পর্কে৷
মেরঠের মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় শিউড়ে উঠেছে গোটা দেশ৷ যে সৌরভ মুসকানকে বিয়ে করার জন্য নিজের বাড়ি ছেড়েছিলেন, প্রেমিক সাহিলের সঙ্গে মিলে তাঁকেই নৃশংস ভাবে খুন করে সৌরভের স্ত্রী মুসকান৷ শুধু খুন নয়, স্বামীর দেহ টুকরো টুকরো করে ড্রামে ভরে রেখে প্রেমিকের সঙ্গে সিমলা, মানালি ঘুরতেও চলে যায় সে৷ কিন্তু মুসকানের জীবনে কীভাবে ফিরে এসেছিল স্কুল জীবনের বন্ধু সাহিল?
advertisement
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ২০১৬ সালে মুসকানের সঙ্গে সৌরভের বিয়ে হয়৷ ২০১৯ সালে তাঁদের একটি কন্যাসন্তান হয়৷ ২০১৯ সালেই স্কুলের বন্ধুদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সাহিলের সঙ্গে ফের যোগাযোগ হয় মুসকানের৷ ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের উদ্যোগেই মেরঠ শহরের একটি শপিং মলে স্কুলের বন্ধুদের পুনর্মিলনের একটি অনুষ্ঠান হয়৷ সেখানেই বহু বছর পর সাহিলের সঙ্গে ফের মুখোমুখি সাক্ষাৎ হয় মুসকানের৷ আবারও শুরু হয় বন্ধুত্ব৷ কয়েকদিনের মধ্যে যে বন্ধুত্ব প্রেমে পরিণত হয়৷
advertisement
advertisement
আরও পড়ুন: নিশুতি রাতে বেজে উঠছে কলিং বেল, মুহূর্তে উধাও রহস্যময়ী! গ্বালিয়রের রাস্তায় ওটা কে, দেখুন ভয় ধরানো ভিডিও
কিছুদিনের মধ্যেই স্ত্রীর এই বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলেন সৌরভ৷ একটা সময়ের পর স্ত্রীর বিরুদ্ধে ডিভোর্স মামলাও করেন তিনি৷ স্ত্রীর এই বিশ্বাসঘাতকতায় কিছুটা হতাশ হয়েই ফের একবার মার্চেন্ট নেভির চাকরিতে যোগ দিয়ে বিদেশে চলে যান সৌরভ৷ আর এই সুযোগেই আরও ঘনিষ্ঠ হয়ে পড়ে সাহিল এবং মুসকান৷ এরই মধ্যে মুসকানকে ড্রাগসের নেশাও ধরিয়ে ফেলে সাহিল৷ ফলে মুসকানের কাছে সৌরভ পথের কাঁটা হয়ে ওঠে৷
advertisement
মেয়ের জন্মদিন পালন করতে গত ফেব্রুয়ারি মাসে লন্ডন থেকে ফেরেন সৌরভ৷ তখনই তাঁকে খুনের ছক কষে ফেলে মুসকান এবং সাহিল৷ ৩ তারিখ রাতে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে সৌরভকে আচ্ছন্ন করে ফেলে মুসকান৷ এর পরই নিজেদের ভাড়া বাড়িতে সাহিলকে ডেকে নেয় সে৷ এর পর অসহায় সৌরভের উপরে ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে দু জনে৷ সৌরভের মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁকে কোপাতে থাকে দুই অভিযুক্ত৷ খুনের পর মুসকান এবং সাহিল মিলে সৌরভের দেহ টুকরো টুকরো করে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Meerut Merchant Navy Murder Update: স্কুলের বন্ধু, মুসকানের জীবনে কীভাবে ফিরে আসে সাহিল? মেরঠের কাণ্ডের সূত্রপাত ছ বছর আগে
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement