পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন শীতলা। বুধবার তাঁর মৃত্যু হয়। পরিবারের সদস্যরা সেই মৃতদেহ সৎকার করতে স্থানীয় বৈকুণ্ঠপুর গ্রামের শ্মশানে নিয়ে যায়। দেহ দাহ করার সময় প্রচণ্ড বৃষ্টি এলে চিতার আগুন নিভে যায়। ফলে দেহ আধপোড়া অবস্থায় থাকে। সেই দেহ খালের জলে ফেলে দিয়ে চলে যায় শীতলার পরিবারের সদস্যরা।
advertisement
এই প্রসঙ্গে স্থানীয় এক যুবক বলেন, এদিন এলাকার বেশ কয়েকজন খালের উপর কিছু একটা পড়ে থাকতে দেখেন। বিষয়টি দেখে তাঁদের সন্দেহ হয়। কাছে যেতেই আঁতকে ওঠেন তাঁরা। সেখানে পড়ে থাকতে দেখা যায় এক মহিলার আধপোড়া মৃতদেহ। তাঁর শরীরের বেশ কিছু জায়গা অগ্নিদগ্ধ ছিল। দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে হাজির হয় ক্যানিং থানার পুলিশ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ওই যুবক বলেন, চারিদিকে যেভাবে এই ধরণের ঘটনা ঘটছে তাতে আমরা প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। হয়তো কেউ বা কারা কাউকে খুন করে এভাবে ফেলে দিয়ে গিয়েছে। তবে পরে আস্তে আস্তে কী ঘটনা ঘটেছে জানতে পারি। ক্যানিং থানার পুলিশ তদন্ত শুরু করেছে। মৃতার ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।