বড় বিনিয়োগ হলদিয়া পেট্রো কেমিক্যালসে। বাংলায় কর্মসংস্থানের নয়া দিশা দেখাল হলদিয়া পেট্রোকেমিক্যাল। আগামী বছরেই পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগে হলদিয়ায় শুরু হবে ফেনল এবং অ্যাসিটোন প্লান্ট। যা ভারতের বৃহত্তম ফিনল ও অ্যাসিটোনের প্লান্ট। সেখানে ব্যাপক পরিমাণে কর্মসংস্থান হবে বলে মনে করছে পেট্রোকেমিক্যালস।
এছাড়াও রাজ্যে ব্যবসায়িক সম্ভাবনা বৃদ্ধি পাবে এই বিনিয়োগের ফলে। এমনকি বাড়বে বাংলার জিডিপি এমনই দাবি ওই শিল্প সংস্থার।বর্তমানে পশ্চিমবঙ্গের মাথাপিছু প্লাস্টিকের ব্যবহার ৯ কেজি। যা অন্যান্য রাজ্যের তুলনায় অনেক কম।
advertisement
আরও পড়ুন- যুবকের চোখ উপড়ে নেওয়া! পাল্টা জনতার মারে মৃত্যু ব্যক্তির, তুলকালাম দক্ষিণ দমদম
পলিমার ব্যবহার প্রায় পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে। ২০২১ অর্থবর্ষে ১৮০ কোটি থেকে যা ২০২৪ অর্থবর্ষে ৮৫০ কোটি হয়েছে। এছাড়াও ডাউন স্ট্রিম ইউনিটের প্রবৃদ্ধি ৪২ থেকে বেড়ে ১৩৮৬ হয়েছে। এমন পরিস্থিতিতে ৫ হাজার কোটি টাকা বিনিয়োগে নয়া এই প্ল্যান্ট শিল্প ব্যবস্থাকে আরও ত্বরান্বিত করবে বলে মনে করছে পেট্রোকেমিক্যালস কর্তৃপক্ষ। সেখানে কর্মসংস্থান ১২ হাজার থেকে বেড়ে ৬.৪ লক্ষ হবে। ফলে কর্মসংস্থানে বাংলাকে নতুন পথ দেখাবে হলদিয়া।
এই বিষয়ে হলদিয়া পেট্রোকেমিক্যালসের সিইও নবনিত নারায়ণ জানিয়েছেন, “বাংলার একটি শক্তিশালী পলিমার ইকোসিস্টেম গড়ে তোলার ক্ষেত্রে হলদিয়া পেট্রোকেমিক্যাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের বিনিয়োগ এবং সহায়তা ১০০০ এর বেশি ডাউন স্ট্রিম ইউনিটকে ক্ষমতায়িত করেছে। ৫ হাজার কোটি টাকার বিনিয়োগের মাধ্যমে, বাংলার শিল্প ভিত্তিকে শক্তিশালী করবে এবং অঞ্চল জুড়ে ডাউনস্ট্রিম শিল্পের জন্য নতুন সুযোগ উন্মোচিত হল। ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে এবং মূল কাঁচামালে স্বয়ংসম্পূর্ণতা বৃদ্ধি পাবে।
আরও পড়ুন- ডাক বিভাগের বিশেষ উদ্যোগ! বাংলার বেলুড় মাঠের ছবি পৌঁছে যাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে
পলিমার এবং রাসায়নিক শিল্পের জন্য বাংলাকে একটি প্রধান স্থানে পৌঁছে দেবে। ১২ হাজারের কর্মসংস্থান বেড়ে হবে ৬.৪ লক্ষে।প্রসঙ্গত বর্তমান সময়ে বাংলায় শিল্প সম্ভাবনা নিয়ে নানা মহলের নানা মত। সেই জায়গায় হলদিয়া পেট্রোকেমিক্যালস এর প্রস্তাবিত এই পাঁচ হাজার কোটি টাকার বিনিয়োগ হলদিয়া-সহ বাংলার শিল্প সম্ভাবনাকে একদিকে যেমন আরও উজ্জ্বল করবে অন্যদিকে কর্মসংস্থানের নতুন দিগন্তের উন্মেষ ঘটাবে।
সৈকত শী






