এদিন সকালে সীমান্তে টহলরত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের চোখে সন্দেহজনকভাবে ধরা পড়ে একটি টোটো। আটক করে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।
সূত্রের খবর , টাকার বিনিময়ে ভারতীয় দালাল ধরে হাকিমপুর চেকপোস্ট দিয়ে সীমান্ত পেরোনোর পরিকল্পনা ছিল ওই চারজন বাংলাদেশীর। টোটো থেকে উদ্ধার হয় একই পরিবারের স্বামী- স্ত্রী এবং তাদের দুই নাবালক সন্তান। প্রাথমিক জেরায় তারা স্বীকার করেছেন , তারা বাংলাদেশী এবং ভারত থেকে নিজেদের বরিশালের বাড়িতে যাচ্ছিলেন।
advertisement
আরও পড়ুন- পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে ঘুরতে যেতে আর রাস্তার সমস্যা নেই, স্বস্তিতে পর্যটকরা
এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে টোটো চালক তথা স্থানীয় দালাল শাহাজাহান মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। আটক পাঁচজনকেই স্বরূপনগর থানায় হস্তান্তর করে পরে বসিরহাট মহকুমা আদালতে রুজু করা হয় মামলা। ভারত- বাংলাদেশ সীমান্তে বারবার এই ধরনের চোরাপথে যাতায়াত রুখতে কড়া নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে বিএসএফ সূত্রে।






