ক্যান্সার আক্রান্তদের মাথার চুল হারানোর কষ্ট যাতে কিছুটা হলেও লাঘব করা যায় সেই বিষয়ে সর্বত্র বিভিন্ন উদ্যোগ চোখে পড়ছে। মহিলারা নিজেদের চুল দিয়ে মানবিকতার নজির গড়ছেন। এই দান করা চুল দিয়ে ক্যান্সার বা অ্যালোপেসিয়ার মতো অসুস্থতার কারণে চুল হারানো ব্যক্তিদের জন্য একটি উচ্চমানের পরচুলা তৈরিতে ব্যবহৃত হয়। দেখা গিয়েছে এই বিষয়টি আক্রান্তদের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দেয়। পাশাপাশি দৈনন্দিন জীবনে প্রতি তাঁদের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ফিরিয়ে আনে।
advertisement
আরও পড়ুন: জলমগ্ন ওয়ার্ডে একদিনও আসেননি কেন? প্রশ্ন করতেই পাল্টা শাসানি কাউন্সিলরের! ব্যাপক উত্তেজনা পানিহাটিতে
আক্রান্তদের পাশে দাঁড়ানোর জন্য ঘাটালের মহকুমাশাসকের দফতরে এঘ চুল দানের কর্মসূচিটি নেওয়া হয়। এতে অংশগ্রহণ করেন দু’জন মহিলা। ঘাটালের আরগোড়ার বাসিন্দা মহাস্বেতা দাস ও চন্দ্রকোনার কঙ্কাবতীর বাসিন্দা পিয়ালি কারক ঘোষ এই দু’জন নিজেদের মাথার চুল ক্যান্সার আক্রান্তদের জন্য স্বেচ্ছায় দান করেন। মহাস্বেতা দাস ঘাটাল বসন্ত কুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ের সহশিক্ষিকা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এইক্ষেত্রে দান করা চুলের দৈর্ঘ্য ১২ ইঞ্চি বা তার বেশি লম্বা হতে হয়। ওই দুই মহিলা চালিয়েছেন, এইভাবে ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়াতে পেরে তাঁরা খুশি।