TRENDING:

Hair Donation: অহঙ্কারের চুল সর্বসমক্ষে স্বেচ্ছায় কেটে ফেললেন দুই মহিলা! কারণ জানলে আপনিও খুশি হবেন

Last Updated:

ক্যান্সার আক্রান্তদের মাথার চুল হারানোর কষ্ট যাতে কিছুটা হলেও লাঘব করা যায় সেই বিষয়ে সর্বত্র বিভিন্ন উদ্যোগ চোখে পড়ছে। মহিলারা নিজেদের চুল দিয়ে মানবিকতার নজির গড়ছেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: ক‍্যান্সার আক্রান্তদের চিকিৎসার একটি অন্যতম পর্ব হল কেমোথেরাপি। আর এই কেমোথেরাপি দিলে বেশিরভাগেরই মাথার চুল উঠে যায়। এই বিষয়টি বিশেষ করে মহিলাদের কাছে অত্যন্ত মানসিক যন্ত্রণার দিক হয়ে দাঁড়ায়। সেই তাঁদের চুল হারানোর যন্ত্রণা লাঘবের জন‍্য মাথার চুল দান এখন বেশ প্রচলিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই মহতী উদ্যোগে এবার শামিল হলেন মেদিনীপুরের মহিলারাও।
advertisement

ক্যান্সার আক্রান্তদের মাথার চুল হারানোর কষ্ট যাতে কিছুটা হলেও লাঘব করা যায় সেই বিষয়ে সর্বত্র বিভিন্ন উদ্যোগ চোখে পড়ছে। মহিলারা নিজেদের চুল দিয়ে মানবিকতার নজির গড়ছেন। এই দান করা চুল দিয়ে ক্যান্সার বা অ্যালোপেসিয়ার মতো অসুস্থতার কারণে চুল হারানো ব্যক্তিদের জন্য একটি উচ্চমানের পরচুলা তৈরিতে ব্যবহৃত হয়। দেখা গিয়েছে এই বিষয়টি আক্রান্তদের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দেয়। পাশাপাশি দৈনন্দিন জীবনে প্রতি তাঁদের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ফিরিয়ে আনে।

advertisement

আর‌ও পড়ুন: জলমগ্ন ওয়ার্ডে একদিনও আসেননি কেন? প্রশ্ন করতেই পাল্টা শাসানি কাউন্সিলরের! ব্যাপক উত্তেজনা পানিহাটিতে

আক্রান্তদের পাশে দাঁড়ানোর জন্য ঘাটালের মহকুমাশাসকের দফতরে এঘ চুল দানের কর্মসূচিটি নেওয়া হয়। এতে অংশগ্রহণ করেন দু’জন মহিলা। ঘাটালের আরগোড়ার বাসিন্দা মহাস্বেতা দাস ও চন্দ্রকোনার কঙ্কাবতীর বাসিন্দা পিয়ালি কারক ঘোষ এই দু’জন নিজেদের মাথার চুল ক্যান্সার আক্রান্তদের জন্য স্বেচ্ছায় দান করেন। মহাস্বেতা দাস ঘাটাল বসন্ত কুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ের সহশিক্ষিকা।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

এইক্ষেত্রে দান করা চুলের দৈর্ঘ্য ১২ ইঞ্চি বা তার বেশি লম্বা হতে হয়। ওই দুই মহিলা চালিয়েছেন, এইভাবে ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়াতে পেরে তাঁরা খুশি।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hair Donation: অহঙ্কারের চুল সর্বসমক্ষে স্বেচ্ছায় কেটে ফেললেন দুই মহিলা! কারণ জানলে আপনিও খুশি হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল