“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
শিবিরে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার (সমগ্র শিক্ষা মিশন) ড. ইশা ঘোষ, জেলা সমাজকল্যাণ আধিকারিক (DSW) নীলাঞ্জন বিশ্বাস, জেলা শিশু সুরক্ষা আধিকারিক অর্জুন দত্ত, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য নীলাঞ্জন পান্ডে, চাইল্ড প্রটেকশন অফিসার উজ্জ্বল সাহা, জুভেনাইল জাস্টিস বোর্ডের সদস্য নীতা মজুমদার, হরিহরপাড়া বিডিও ছেরিং জাম ভুটিয়া, পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ ও হরিহরপাড়া থানার এসআই শর্মিষ্ঠা চক্রবর্তী সহ একাধিক আধিকারিক।
advertisement
শিবিরে আলোচকরা জানান, অল্প বয়সে বিয়ে শুধু একজন কিশোর-কিশোরীর ভবিষ্যতকেই নষ্ট করে না, সমাজকেও দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করে। বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় এবং এর বিরুদ্ধে সকলে মিলে রুখে দাঁড়ানো দরকার। শিবিরে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা বার্তা ছড়িয়ে দিতে লিফলেটও বিতরণ করা হয়।
এই উদ্যোগে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের ভূমিকাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবমিলিয়ে এলাকায় বাল্যবিবাহ রোধে একটি জোরদার বার্তা পৌঁছে দিল এই শিবির। বাল্য বিবাহ করলেই শাস্তি মিলবে পুরোহিত থেকে ইমাম, ব্যবসায়ী ও প্যান্ডেল মালিকদের ও কড়া বার্তা দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। বাল্য বিবাহ দিলে হতে পারে কড়াশাস্তি তাও জানানো হয় আইন সম্পর্কে।
কৌশিক অধিকারী