TRENDING:

Bankura News: সদলবলে দৌড়চ্ছেন জেলাশাসক! অবাক চোখে তাকিয়ে রাস্তার মানুষ

Last Updated:

পায়রা উড়িয়ে টানা ৫ কিলোমিটার দৌড়ালেন বাঁকুড়ার জেলাশাসক, মুকুটমণিপুরে অবাক দৃশ্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: সকাল সকাল মুকুটমনিপুরে দৌড় লাগালেন বাঁকুড়া জেলার জেলা শাসক থেকে শুরু করে মহকুমা শাসক এবং মন্ত্রী। সকাল থেকেই সকলের চোখ ছিল মুকুটমণিপুর মেলার উদ্বোধনের দিকে।
advertisement

তবে শীতের সকালের এই দৌড়ের উপর নজর ছিল সকলের। মুকুটমনিপুর মেলা উপলক্ষ্যে মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদ ও খাতড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে ‘গ্রীণ ম্যারাথন’ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র বাঁকুড়ার রাণী মুকুটমনিপুরে।

আরও পড়ুন: মুম্বইয়ের রিয়‍্যালিটি শোয়ের মঞ্চ কাঁপিয়েছেন! এবার নাচ শেখাবেন বাঁকুড়ায়

বৃহস্পতিবার পায়রা উড়িয়ে এই দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলু চিক বরাইক, খাদ্য ও সরবরাহ দফতরেরপ্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি, জেলাশাসক সিয়াদ এন, পুলিশ সুপার বৈভব তিওয়ারী।

advertisement

View More

উপস্থিত ছিলেন খাতড়ার মহকুমাশাসক নেহা বন্দ্যোপাধ্যায়, মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি সহ অন্যান্যরা। সকালের ম্যারাথনে অংশ নিতে দেখা যায় জেলাশাসক সিয়াদ এন-সহ মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায়কে।

এদিনের প্রতিযোগিতা রানীবাঁধ থানার পরেশনাথ পুলিশ ফাঁড়ি থেকে শুরু হয়ে শেষ হয় মুকুটমণিপুর জিরো পয়েন্টে। পুরুষদের পাঁচ কিলোমিটার ম্যরাথনে অংশগ্রহণ করে ১১৪ জন ও মহিলাদের চার কিলোমিটার ম্যরাথনে অংশগ্রহণ করে ১০৮জন।

advertisement

পুরুষদের মধ‍্যে প্রথম স্থান অধিকার করে রাইপুর ব্লকের সুধন বিষুই ও মহিলাদের প্রথম সারেঙ্গা ব্লকের রানী কর্মকার।উল্লেখ্য, এদিনের ম্যারাথনে প্রতিযোগীদের পাশাপাশি ছেলেদের ৫ কিলোমিটার দৌড় কমপ্লিট করেন জেলাশাসক, জেলা পুলিশ সুপার, এসডিপিও-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

গ্রীন ম্যারাথন দিয়ে শুরু হয়েছে আদিবাসী সংস্কৃতির মুকুটমনিপুর মেলা। থাকছে একাধিক বিশেষ আকর্ষণ, যেমন আদিবাসী ফ্যাশন শো থেকে শুরু করে আদিবাসী খাবার। ৪ জানুয়ারি তারিখ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: সদলবলে দৌড়চ্ছেন জেলাশাসক! অবাক চোখে তাকিয়ে রাস্তার মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল