TRENDING:

Green Firecracker: সস্তায় বস্তা বস্তা বাজি! দাম মাত্র ২ টাকা থেকে শুরু, শহরে বসেছে সবুজ আতশবাজির বাজার, দেরি না করে ঘুরে আসুন

Last Updated:

Green Firecracker: শহরের এই বাজির বাজারে মিলবে সস্তায় পরিবেশবান্ধব আতশবাজি। দাম শুরু হচ্ছে মাত্র ২ টাকা থেকে। সকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে ক্রেতাদের আনাগোনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ দীপাবলি মানেই আলোর উৎসব। এই উৎসবে দেখা যায় রঙবেরঙের বাজির সম্ভার। পরিবেশের ভারসাম্যের কথা চিন্তা করে এবার পুরুলিয়ায় বিক্রি হচ্ছে সবুজ বাজি। সরকার অনুমোদিত সবুজ বাজির বাজারে বিভিন্ন ধরনের আতশবাজি নিয়ে হাজির হয়েছেন বিক্রেতারা। বিগত তিন বছর ধরে পুরুলিয়া শহরে এই সবুজ আতশবাজির বাজার বসতে দেখা যাচ্ছে। উৎসাহী মানুষদের ভিড় চোখে পড়ার মতো। স্বল্প মূল্যে বিভিন্ন ধরনের সবুজ আতশবাজির কালেকশন রয়েছে এই বাজারে।
advertisement

এই বিষয়ে বাজি বিক্রেতারা বলেন, এই বাজির বাজার তৃতীয় বর্ষে পদার্পণ করল। দোকানগুলিতে বাচ্চারা ভিড় করছে। বিক্রি মোটামুটি ভালই হচ্ছে। বিক্রেতাদের কাছে দুই টাকা থেকে বাজি শুরু হচ্ছে। রয়েছে নামিদামি হরেক রকমের বাজি। জিএসটি কমে যাওয়ায় বাজির দাম তুলনামূলক কম রয়েছে।

আরও পড়ুনঃ একই মন্দিরের দুই মাতৃশক্তির আরাধনা , এক অভিনব কালীপুজো পুরুলিয়ায়!

advertisement

সবুজ বাজির বাজারে আসা এক ক্রেতা আকাশ আগরওয়াল এই প্রসঙ্গে বলেন, এই বাজির বাজার হয়ে অনেক সুবিধা হয়েছে। তাঁরা নিজেদের পছন্দ মতো বাজি কিনতে পারছেন। দামও যথেষ্ট কম। এতে তাঁরা খুবই খুশি বলে জানান তিনি।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

পরিবেশ দূষণমুক্ত রাখতে তৈরি করা হয়েছে সবুজ বাজি। বর্তমানে এই পরিবেশবান্ধব সবুজ বাজির চাহিদা অনেকটাই বেশি। পুরুলিয়ার এই সবুজ বাজির বাজারে সকাল থেকেই ক্রেতাদের আনাগোনা শুরু হয়ে যায়। বাজি কেনার জন্য কচিকাঁচাদের উৎসাহ তুঙ্গে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Green Firecracker: সস্তায় বস্তা বস্তা বাজি! দাম মাত্র ২ টাকা থেকে শুরু, শহরে বসেছে সবুজ আতশবাজির বাজার, দেরি না করে ঘুরে আসুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল