এ বিষয়ে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির জেলা সম্পাদক ব্যোমকেশ দাস বলেন, ২০২৫- সালে জেলার যে সমস্ত ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য নিখিল বঙ্গ শিক্ষক সমিতি সারা জেলা ব্যাপী একটি মাধ্যমিক মহড়া পরীক্ষার বা মাধ্যমিক মক টেস্টের আয়োজন করেছে। এই পরীক্ষায় জেলা ব্যাপী বিভিন্ন ব্লকে মোট ৫০-টি কেন্দ্রে ৫০০০ জনেরও বেশি ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করছে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
এই পরীক্ষা প্রত্যেক সপ্তাহের শনিবার ও রবিবার হবে। আগামী চার সপ্তাহ ধরে চলবে এই মহড়া। এই পরীক্ষার পর শিক্ষকেরা ছাত্র-ছাত্রীদের খাতা দেখবে। তারপর ছাত্র-ছাত্রীদের ডেকে তাদের ডাউট ক্লিয়ার করা হবে। কোথায় তাদের ভুল হচ্ছে সেগুলো সংশোধন করে দেওয়া হবে।
এ বিষয়ে এক অভিভাবক রূপা বন্দ্যোপাধ্যায় বলেন, পরীক্ষার আগে ছাত্র-ছাত্রীদের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে তা খুবই ভাল। এতে পড়ুয়াদের অনেকটাই উপকার হবে। মূল পরীক্ষার আগে তারা যে বার বার এই মক টেস্ট গুলো দিচ্ছে এতে তাদের রেজাল্ট আরও ভাল হবে। এই উদ্যোগে আমি খুবই খুশি।
এবিটিএ-র উদ্যোগে প্রতি বছরই এই মহড়া পরীক্ষা আয়োজিত হয়ে থাকে। এতে ছাত্র-ছাত্রীরা বিশেষভাবে উপকৃত হয়। এ-বছরও এই মহড়ার ফলে মাধ্যমিক পরীক্ষার্থীরা খুবই উপকৃত হবে।
শর্মিষ্ঠা ব্যানার্জি