আপৎকালীন পরিস্থিতি তৈরি হলে দ্রুত যাতে আগুন নিয়ন্ত্রণে আনা যায় তার জন্য তৈরি রাখা হচ্ছে ১০০ জন বনকর্মীকে নিয়ে তৈরি বিশেষ দলও। গতবছর পাহাড়ে আগুন নিয়ন্ত্রণে রাখতে পারলেও এ বছর গত বৃহস্পতিবার ফের শুশুনিয়া পাহাড়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাহাড়ের পূর্ব অংশের বিস্তীর্ণ এলাকায়।
আরও পড়ুন: বাপ বাপ বলে পালাবে ‘সুগার’! ইউটিউব দেখে একটি চাষ করেই মালামাল বাঁকুড়ার যুবক
advertisement
পুড়ে খাক হয়ে যায় পাহাড়ের বনাঞ্চলের বহু গাছ। ২৪ ঘন্টা ধরে লাগাতার চেষ্টার পর শুক্রবার সকালে আগুন নেভাতে সমর্থ হয় বন দফতর। পুলিশকে সঙ্গে নিয়ে বন দফতর ২০ জনের এমন একটি দল গঠন করে যে দল ২৪ ঘন্টা নজরদারি চালাবে পাহাড়ে। শুশুনিয়া পাহাড়ে অগ্নিকান্ডের খবর মিললেই ১০০ জনের সেই দল ঝাঁপিয়ে পড়বে আগুন নিয়ন্ত্রণে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রাগৈতিহাসিক ভূখণ্ড শুশুনিয়া পাহাড়। এই পাহাড়ের ইতিহাস, প্রাগৈতিহাসিক সম্পদ, বনজ সম্পদ এবং ভেষজ উদ্ভিদের সম্ভার। এছাড়াও শুশুনিয়া পাহাড় হল বাঁকুড়া জেলার একটি অতি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। শুশুনিয়া পাহাড়কে আগুনের হাত থেকে বাঁচাতে হলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতেই হবে।
নীলাঞ্জন ব্যানার্জী





