Bankura News: বাপ বাপ বলে পালাবে 'সুগার'! ইউটিউব দেখে একটি চাষ করেই মালামাল বাঁকুড়ার যুবক
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
ইউটিউব দেখে বাঁকুড়ার এই যুবক চাষ শুরু করতেই আর পিছন ফিরে তাকাতে হয়নি
বাঁকুড়া: প্রত্যন্ত জঙ্গলমহলে ইউটিউব দেখে শুরু হল ব্যাপক আকারে এক্সোটিক বিদেশি ফলের চাষ। জঙ্গল মহলের রুখা-শুখা লাল মাটিতেই বিকল্প চাষের সন্ধানে নেমে ড্রাগন ফলের চাষ করে বিকল্প আয়ের দিশা খুঁজে পেয়েছেন আদিবাসী যুবক সত্যেন্দ্রনাথ মুর্ম্মু। বাঁকুড়ার রাইপুরের কীর্তনডাঙ্গা গ্রামের বাসিন্দা এই যুবক নিজের জমিতে ড্রাগন ফলের চাষ করে প্রথম বছরই লাভের মুখ দেখেছেন, এবার সেই লাভের পরিমাণ আরও বাড়বে বলে তিনি আশাবাদী বলে জানান।
সত্যেন্দ্রনাথ মুর্ম্মু বলেন, “পাশের গ্রামের এক চাষির কাছ থেকে প্রথম এই চাষ বিষয়ে জানতে পারি, বাকিটা ইউটিউব দেখে। প্রথমে ৮৭ টি খুঁটিতে পাঁচটি করে চারা রোপন করি। সেই হিসেবে ৪৫০-র বেশি গাছ রয়েছে। খরচও হয়েছিল প্রায় ৮০ হাজার টাকা। তবে বাজারে ব্যাপক চাহিদা থাকায় প্রথম বছরেই ৩০ থেকে ৩৫ হাজার টাকার ফল বিক্রি করি। এবার টাকার অঙ্ক প্রায় লাখ ছুঁয়ে ফেলবে বলে আমি আশাবাদী।”
advertisement
advertisement
একই সঙ্গে তিনি বলেন, এই চাষে সেভাবে খরচ নেই। মূলত জৈব সারেই চাষ হয়। প্রথম অবস্থায় পোকা ও পরে পিঁপড়ের হাত থেকে রক্ষা করতে সামান্য কীটনাশক প্রয়োগ করলেই চলে। একই সঙ্গে পর্যাপ্ত সেচের প্রয়োজন নেই। জল দাঁড়ায় না এমন জায়গাতেই এই চাষ ভাল হয় বলে তিনি জানান।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একই সঙ্গে ড্রাগন চাষি সত্যেন্দ্রনাথ মুর্ম্মুর দাবি, এই ফলের ব্যাপক ঔষধি গুণ রয়েছে। ‘সুগার’ রোগীদের কাছে ড্রাগন মহৌষধির কাজ করে। এক সুগারাক্রান্ত বন্ধুকে এই ফল খাইয়ে তিনি তা প্রমাণ পেয়েছেন বলে দাবি করেন।
নীলাঞ্জন ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 10, 2025 4:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: বাপ বাপ বলে পালাবে 'সুগার'! ইউটিউব দেখে একটি চাষ করেই মালামাল বাঁকুড়ার যুবক






