Bankura News: এক শাড়িতে কাঁথা স্টিচ, গুজরাটি, কাশ্মীরি সহ ১৫ সেলাই! সময় লেগেছে ৭ মাস! বাজার কাঁপানো চাহিদা, দাম নামমাত্র
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
৭ মাসে ১৫ রকমের সেলাই দিয়ে তৈরি তসরের শাড়ি
advertisement
বিষ্ণুপুরী সিল্কের উপরে গুজরাটি এবং কাশ্মীর সেলাই সঙ্গে গুজরাটি আয়না! নতুন এবং উদ্ভাবনি এক শাড়ি তৈরি করলেন বাঁকুড়ার নারী। সময় লেগেছে প্রায় পাঁচ মাস। একদম কোনওরকম মেশিনের সাহায্য ছাড়া, হাতে সেলাই করে তৈরি হয়েছে এই শাড়ি। এছাড়াও তসরের উপরে ১৫ ধরনের ভিন্ন সেলাই ব্যবহার করে এক অনন্য ফিউশন তৈরি করেছেন বাঁকুড়ার মাস্টার ট্রেনার কাবেরী বন্দ্যোপাধ্যায়।
advertisement
স্বনির্ভরতার পথে অগ্রসর মহিলাদেরকে নিয়ে কাজ করে নতুন নতুন শাড়ি সৃষ্টি করেন কাবেরী বন্দ্যোপাধ্যায়। তসরের উপরে ১৫ টি সেলাই প্রয়োগ করে শাড়ি তৈরি করতে সময় লেগেছে প্রায় সাত মাস। রয়েছে ১৫ টি ভিন্ন সেলাই যেমন, কাঁথা স্টিচ, গুজরাটি সেলাই, কাশ্মীরি সেলাই ইত্যাদি। দাম নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার টাকা। নাম লামবানি শাড়ি।
advertisement
advertisement
advertisement









