TRENDING:

Gramin Haat: বাংলার এই গ্রামীণ হাটে হিরে থেকে জিরে পাবেন সব কিছু

Last Updated:

Gramin Haat: চাষি এবং স্থানীয়রা ক্রেতা হিসেবে ভিড় জমান শুনুক পাহাড়িতে। তবে বিক্রেতারা আসেন বাঁকুড়ার প্রতিটি কোণা থেকেই। বাঁকুড়ার প্রত্যন্ত জঙ্গলমহল হোক কিংবা নিম্নভূমি সোনামুখী, ইন্দাস সব জায়গা থেকেই বিক্রেতারা আসেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: শুনুক পাহাড়ির পশুর হাট সম্ভবত অতি বিরল এক উদাহরণ। এই প্রাচীন গ্রামীণ হাটে আপনি হিরে থেকে জিরে সবকিছু পেয়ে যাবেন! বাঁকুড়ার সবচেয়ে বড় পশুর হাট এটিই। গবাদি পশু, ভেঁড়া, হাঁস, মুরগি, ছাগল বেচা-কেনা হয় এই হাটে। প্রতি সপ্তাহের সোমবার দূর দূরান্ত থেকে বাঁকুড়ার শুনুক পাহাড়িতে জমা হন হাজার হাজার মানুষ।
advertisement

বাঁকুড়া-১ ব্লকের আন্দারথোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শুনুক পাহাড়ি গ্রামের পঞ্চায়েত অফিসের ঠিক উল্টো দিকের বিরাট মাঠে বসে এই হাট। গত ৫৩ বছর ধরে এই হাট বসছে। এখানে পশু ছাড়াও পেয়ে যাবেন গয়নাগাটি থেকে শুরু করে বাড়ির রন্ধনশালার প্রয়োজনীয় মসলা, সবকিছু। হিরে থেকে জিরে সবকিছুই এই গ্রামীণ হাটে হাতের সামনেই পাবেন।

advertisement

আর‌ও পড়ুন: হিঙ্গলগঞ্জের শতাব্দী প্রাচীন দোল মেলার পরতে পরতে জড়িয়ে ইতিহাস

গ্রামের কৃষকরা এখানে শাক সবজি, ফলমূল সাজিয়ে বসে বিক্রি করেন। রয়েছে বাঁকুড়ার গামছা থেকে আধুনিক জিন্সের প্যান্ট এবং জামা কাপড়। এছাড়াও শস্য বীজ, তৈল বীজ, ভেষজ দ্রব্যাদি এবং ঝুড়ি থেকে ঝাঁটা কিংবা কাঠের খাটিয়া অথবা রং-বেরঙের মসলা, সবই যেন হাতের নাগালের মধ্যেই। রং এবং ফ্লেভারের এক অপূর্ব মিশ্রণ এই হাট।

advertisement

View More

চাষি এবং স্থানীয়রা ক্রেতা হিসেবে ভিড় জমান শুনুক পাহাড়িতে। তবে বিক্রেতারা আসেন বাঁকুড়ার প্রতিটি কোণা থেকেই। বাঁকুড়ার প্রত্যন্ত জঙ্গলমহল হোক কিংবা নিম্নভূমি সোনামুখী, ইন্দাস সব জায়গা থেকেই বিক্রেতারা আসেন এখানে। এই হাটে পসার সাজিয়ে বসেন ব্যাবসায়ীরা। তৈরি করা রয়েছে ছোট ছোট খড়ের ছাউনি দেওয়া ঘর। এই ঘরগুলি তপ্ত রোদের হাত থেকে বাঁচার জন্য বিক্রেতারা ব্যবহার করেন। হাটের দিন বসে অস্থায়ী ভাতের হোটেল। বাঁকুড়ার দত্ত পরিবারের জমির মালিকানায় বসে এই হাট। বর্তমানে কোষাধ্যক্ষের দায়িত্বে থাকা মধুসূদন দত্ত জানান, প্রায় ৫৩ বছরের পুরানো এই হাট। গরু, মোষ, ছাগল এবং ভেড়াই মূলত বিক্রি হয় এখানে। তবে আজকাল বহু অন্যান্য দামি জিনিসও পাওয়া যাচ্ছে।

advertisement

আর‌ও পড়ুন: পোস্টাল ব্যালটের দিন শেষ, ভোটকর্মীরা এবার ফেসিলিটেশন সেন্টারে মতামত জানাবেন

প্রতি সপ্তাহের সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত রমরমিয়ে চলে এই হাট। বাঁকুড়া থেকে খাতড়াগামী রাস্তার উপরে সকাল থেকেই পশুর ভিড় থাকে চোখে পড়ার মত। আবার পড়ন্ত বিকেলের আগে গনগনে দুপুরের মধ্যেই খুরের ধুলো উড়িয়ে তারা ফিরে যায় যে যার গন্তব্যে। শুরু হয় পরের সপ্তাহের অপেক্ষা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gramin Haat: বাংলার এই গ্রামীণ হাটে হিরে থেকে জিরে পাবেন সব কিছু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল