Lok Sabha Election 2024: পোস্টাল ব্যালটের দিন শেষ, ভোটকর্মীরা এবার ফেসিলিটেশন সেন্টারে মতামত জানাবেন

Last Updated:

Lok Sabha Election 2024: পোস্ট অফিসের মাধ্যমে ব্যালট আসবে না। নতুন নিয়মে ভোট দিতে হবে ফেসিলিটেশন সেন্টারে। সেখানে ভোটকর্মীদের ভোট নিতে হাজির থাকবেন আরও তিনজন ভোটকর্মী

ভোট কর্মীদের ভোটদান
ভোট কর্মীদের ভোটদান
পুরুলিয়া: দোরগোড়ায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি তুঙ্গে। প্রচারে ঝড় তুলছে শাসক ও বিরোধী দলের প্রার্থীরা। এবারের লোকসভা নির্বাচনে একেবারেই অন্য পন্থায় ভোট দেবেন ভোটকর্মীরা। ফেসিলিটেশন সেন্টারে ভোট দেবেন তাঁরা। এবার থেকে ভোটকর্মীদের কাছে ডাক বিভাগ মারফত পোস্টাল ব্যালট আর যাবে না। বদলে এই নতুন পদ্ধতিতে তাঁদের ভোট দিতে হবে।
আর পোস্ট অফিসের মাধ্যমে ব্যালট আসবে না। যদিও একে এখনও পোস্টাল ব্যালট বলা হচ্ছে। নতুন নিয়মে ভোট দিতে হবে ফেসিলিটেশন সেন্টারে। সেখানে ভোটকর্মীদের ভোট নিতে হাজির থাকবেন আরও তিনজন ভোটকর্মী। সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনী বা পুলিশ। অর্থাৎ ওই কেন্দ্র হবে অনেকটা বুথের মত’ই। নির্বাচনের আগে হয়ে যাওয়া ভোটকর্মীদের ভোটকে সুরক্ষিত রাখতে এই নতুন ব্যবস্থা নির্বাচন কমিশনের।
advertisement
advertisement
প্রসঙ্গত, ভোট কর্মীদের পোস্টাল ব্যালটের বিধি অনুযায়ী প্রশিক্ষণের নিয়োগ পত্রের সঙ্গে ১২ ও ১২-এ ফর্ম দেওয়া হচ্ছে। তা পূরণ করে মহকুমা স্তরে জমা দিতে হয়। এবার নতুন নিয়মে দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শেষে সেখানেই ফেসিলিটেশন সেন্টারে ভোট দেবেন ভোটকর্মীরা। কোনও ভোটকর্মী যদি সেখানে ভোট দিতে না পারেন তাহলে জেলাশাসক অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে থাকা ফেসিলিটেশন কেন্দ্রে ভোট দেওয়ার সুযোগ পাবেন। সেখানে থাকবে ড্রপ বক্স। রাজনৈতিক দলগুলি বা প্রার্থীর প্রতিনিধিদের উপস্থিতিতে ওই ব্যালট চলে যাবে সংশ্লিষ্ট বিধানসভার বক্সে।
advertisement
এই বিষয়ে পুরুলিয়া জেলার নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক রজত নন্দা বলেন, ভোটকর্মীদের ভোট হবে এবার ফেসিলিটেশন সেন্টারে। সেখানে কোনও ভোটকর্মী ভোট দিতে না পারলে জেলা নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের পাশে ওই কেন্দ্রে ভোট দেওয়ার সুযোগ পাবেন। ভোট কর্মীদের ব্যালট আর ডাকবিভাগে যাবে না।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: পোস্টাল ব্যালটের দিন শেষ, ভোটকর্মীরা এবার ফেসিলিটেশন সেন্টারে মতামত জানাবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement