রাজ্যপাল খড়গপুর আইআইটি ঘুরে দেখলেন সোমবার। তিনি নেহেরু মিউজিয়াম, সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করেন। এছাড়াও কম্পিউটারের বিবর্তনের ইতিহাস, বিজ্ঞান প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নতি চাক্ষুষ করেন আইআইটিতে। আদিকাল থেকে ভারতবর্ষের শিক্ষার তৃণমূল স্তরের নানার ইতিহাস ও অগ্রগতিকে ফুটিয়ে তোলা হয়েছে ভারতীর্থ মিউজিয়ামে। সেটিও মনযোগ দিয়ে ঘুরে দেখলেন তিনি।
আরও পড়ুন: হালকা শীতের আমেজে ঘুরে আসুন অ্যানিকেট ড্যাম, সপ্তাহান্ত কাটানোর পারফেক্ট ডেস্টিনেশন
advertisement
রাজ্যপালের এদিনের সফর নিয়ে আইআইটি খড়্গপুরের ডেপুটি ডিরেক্টর অমিত পাত্র মন্তব্য করেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস এর আইআইটি পরিদর্শন অত্যন্ত গর্বের একটি মুহূর্ত। ক্যাম্পাসে তাঁর উপস্থিতি অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয়েছে এবং প্রাচীন ভারতীয় শিকড়ের সঙ্গে মিলিত আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রতি তাঁর ধারণাগুলি লক্ষণীয় ছিল। তিনি আবার আসার প্রতিশ্রুতি দিয়েছেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আরও বেশি সময় কাটাবেন বলে জানিয়েছেন।”
আরও পড়ুন: যুদ্ধ বাঁধলে খড়গপুরের রাস্তায় নেমে আসবে বায়ুসেনার ফাইটার জেট!
প্রসঙ্গত পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস শুধু একজন দক্ষ প্রশাসক নন, শিক্ষাক্ষেত্রেও তার নিবিড় সংযোগ। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানোর পাশাপাশি তিনি বইও লেখেন, লিখেছেন গল্প, উপন্যাস। প্রযুক্তির শ্রেষ্ঠ কেন্দ্র আইআইটি খড়্গপুরে তার উপস্থিতি বেশ উৎসাহিত করে অধ্যাপক থেকে ছাত্র-ছাত্রী সকলকেই।
রঞ্জন চন্দ