Travel: হালকা শীতের আমেজে ঘুরে আসুন অ্যানিকেট ড্যাম, সপ্তাহান্ত কাটানোর পারফেক্ট ডেস্টিনেশন

Last Updated:

Weekend Tour: সপ্তাহান্তে ঘোরার অন্যতম ডেস্টিনেশন। মেদিনীপুর শহরের খুব কাছেই রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই স্থান। কলকাতা থেকে ১০০ কিলোমিটার দূরত্ব অ্যানিকেট ড্যামের।

+
অ্যানিকেট

অ্যানিকেট ড্যাম 

মেদিনীপুর: শীতকাল মানে ভ্রমণপিপাসুদের কাছে আলাদা রোমাঞ্চ। একদিকে ছুটির মরশুম আর অন্যদিকে আবহাওয়ার কোমলতা বারবার টানে পর্যটকদের। কলকাতা শহর থেকে মাত্র কিছুটা দূরে মেদিনীপুর শহরের উপকণ্ঠে রয়েছে একদিনের ঘোরার অন্যতম ডেস্টিনেশন। মেদিনীপুর শহর ঢোকার মুখে রয়েছে কংসাবতী নদীতে অ্যানিকেট ড্যাম। যার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু।
মেদিনীপুর শহরের প্রধান নদী কংসাবতী বা কাঁসাই। এই কংসাবতী নদীতেই তৈরি করা হয়েছে কৃত্রিম জলাধার। যা অ্যানিকেট ড্যাম নামে পরিচিত। রেল শহর খড়গপুর এবং মেদিনীপুরকে বিভাজন করেছে কংসাবতী নদী। এই কংসাবতী নদীতে মেদিনীপুর শহরের খুব কাছেই রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই স্থানটি। কলকাতা শহর থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে এই অ্যানিকেট ড্যামে এলে মন প্রাণ জুড়িয়ে যাবে।
advertisement
আরও পড়ুনঃ এমন ফুচকার দোকান জীবনেও দেখেননি! এমন নিয়ম আর স্বাদ, ছুটে যেতেই হবে আপনাকে
হালকা আবেশে শান্ত শীতল ভাবে নদীর জল বয়ে চলেছে। কুলুকুলু শব্দ মোহিত করবে আপনাকে নদীর এপার থেকে ওপার বরাবর ছোট্ট ঝর্ণার মত বয়ে চলেছে নদী। ভ্রমণপিপাসু মানুষদের সারাদিনে ঘোরার অন্যতম জায়গা এই স্থান।
advertisement
বাস বা ট্রেন বা নিজেদের গাড়ি, যে কোনও ভাবেই এই জায়গায় আপনি পৌঁছে যেতে পারবেন। কলকাতা থেকে কেউ ট্রেনে আসতে চাইলে খড়গপুর বা মেদিনীপুর স্টেশনে নামলেই অটো কিংবা টোটো ধরে আসা যাবে এই স্থানে। বাসে এলে নামতে হবে মেদিনীপুরের আমতলায়। সেখান থেকে সামান্য হাঁটলেই কংসাবতী নদীতে রয়েছে ঘোরার এই বিশেষ জায়গা। ডিসেম্বরের ছুটিতে অবশ্যই ঘুরে দেখতে পারেন অ্যানিকেট। প্রকৃতির সঙ্গে মিশে যেতে পারবেন।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Travel: হালকা শীতের আমেজে ঘুরে আসুন অ্যানিকেট ড্যাম, সপ্তাহান্ত কাটানোর পারফেক্ট ডেস্টিনেশন
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement