আসন্ন সাগরমেলার জন্য স্বল্পমেয়াদি পরিকল্পনার পাশাপাশি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নেওয়া হবে। এজন্য সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাঙ্ক। শুধুমাত্র গঙ্গাসাগর নয় তার সঙ্গে সমগ্র সুন্দরবনকে ভয়াবহ ভাঙন থেকে রুখতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার। এজন্য বিশেষজ্ঞ প্রযুক্তিবিদদেরও সাহায্য নেওয়া হবে। একথা জানিয়েছেন সেচ মন্ত্রী মানস ভুঁইয়া।
কেন এতদিন বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়নি সেই প্রশ্নও তোলেন মন্ত্রী। অন্যদিকে ভাঙন কপিলমুনি আশ্রমের আরও কাছে চলে আসায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এভাবে ভাঙন চললে আগামী দু’বছরের মধ্যে কপিলমুনি আশ্রম সমুদ্রগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন সকলে। স্থানীয় ব্যবসায়ী বলেন,”আমাদের তো আতঙ্ক লাগছেই। যে ভাবে গঙ্গা এগিয়ে আসছে ক্রমাগত তাতে ভবিষ্যতে কী হবে তা নিয়ে চিন্তায়।”
advertisement
আরও পড়ুনঃ KKR News: কেকেআর নিচ্ছে ৫ ভারতীয় বোলারকে! পেস ও স্পিন বিভাগে মেগা চমক!
তবে গঙ্গাসাগর নিয়ে সরকারের বর্তমান পরিকল্পনায় কিছুটা হলেও খুশি স্থানীয়রা। গঙ্গাসাগরের ভাঙন নিয়ে খুবই চিন্তায় ছিলেন সকলে। সামনে রয়েছে গঙ্গাসাগর মেলা। সেই সময় যাতে কোনোরকম অসুবিধা না হয় সেই দিকটিও লক্ষ্য রেখেছে প্রশাসন। আর আইআইটি মাদ্রাজ ও নেদারল্যান্ডের প্রযুক্তিগত সহায়তা নিয়ে ভাঙন সমস্যা সমাধানেও ততপর হয়েছে প্রশাসন ।
নবাব মল্লিক