আরও পড়ুন: দু’দিন আগেই পৌঁছে গেল সান্তাক্লজ! তারপর যা হল…
সরকারি এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই হুগলি জেলায় ট্রাক্টর পাওয়া শুরু করেছেন কৃষকরা। অনলাইনে আবেদন করে খানাকুল-২ ব্লকের বিমল ভূঁইয়াা কৃষিকাজের জন্য ট্রাক্টর পেয়েছেন।
এই প্রকল্পে কৃষকরা যে কোনও সংস্থা থেকেই ট্রাক্টর কিনতে পারেন। অর্ধেক দামেই কৃষকেরা এই ট্রাক্টর কিনতে পারবেন। বাকি অর্ধেক টাকা ভর্তুকি হিসেবে দেবে সরকার। যে কৃষকেরা ট্রাক্টর কিনতে চান কেবলমাত্র তাঁদেরকেই ভর্তুকি দেবে কেন্দ্র। এক্ষেত্রে মনে রাখা দরকার, শুধুমাত্র একটি ট্রাক্টর কেনার ক্ষেত্রেই ভর্তুকির সুবিধা মিলবে। এই সুবিধা পেতে কৃষকদের আধার কার্ড, জমির কাগজপত্র, ব্যাঙ্ক ডিটেলস, পাসপোর্ট সাইজ ছবি প্রয়োজন। কৃষকেরা নিকটস্থ যে কোনও সিএসসি কেন্দ্রে গিয়ে এই স্কিমের জন্য আবেদন করতে পারেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই বিষয় উপকৃত কৃষক বিমল ভূঁইয়া জানান, অনলাইনের মাধ্যমে যে সমস্ত কাগজ দরকার সেগুলি নিয়ে আবেদন করেছিলাম। কিছুদিনের মধ্যেই কৃষি দফতর থেকে খবর আসে। পরে আমার হাতে টাক্টর তুলে দেন।
শুভজিৎ ঘোষ