স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের বাসিন্দা পুলিন দাসের বাড়ির ভিতরে অবস্থিত সরকারি ওই টিউবওয়েলটি। অভিযোগ, প্রথমে টিউবওয়েলটি খোলা জায়গায় বসানো হয়েছিল। তখন তা গ্রামবাসীদের ব্যবহারযোগ্য ছিল। কিন্তু ধীরে ধীরে সেই জায়গা ঘিরে নিয়ে সেটিকে নিজের বাড়ির অংশে পরিণত করেছেন পুলিনবাবু। আর এখন গ্রামবাসীরা সেখানে জল আনতে গেলেই তাঁর রোষের শিকার হতে হচ্ছে।
advertisement
আরও পড়ুন: রাতের অন্ধকারে আচমকা অঘটন…! ভাঙল বাড়ি, গাছ! জানেন কারা ঘটাল এমন কান্ড
এই বিষয়ে পূর্ব বর্ধমানের পুলিন দাস জানিয়েছেন, “সমস্ত অভিযোগ মিথ্যা। গ্রামে থাকতে গেলে পাড়া প্রতিবেশীদের মধ্যে কথা কাটাকাটি হয়। তবে জল নেওয়া নিয়ে আমি গালাগালি করিনি। আমিও চাইছি যেন এই কল সরিয়ে নেওয়া হয়, কল সরিয়ে নিলে আমার কোনও আপত্তি নেই।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের বক্তব্য, সরকারি টিউবওয়েল কোনও ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না। সরকারি জলের উৎস সকলের জন্য উন্মুক্ত থাকা উচিত। তাই তাঁরা চাইছেন, দ্রুত ওই টিউবওয়েলটি সরকারি জায়গায় স্থানান্তরিত করা হোক এবং সকলের জন্য প্রবেশাধিকার নিশ্চিত করা হোক। ইতিমধ্যেই গ্রামবাসীরা বিষয়টি নিয়ে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। তাঁদের দাবি, প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করুক এবং সরকারি সম্পত্তির সঠিক ব্যবহার নিশ্চিত করুক।
বনোয়ারীলাল চৌধুরী