রাতের অন্ধকারে আচমকা অঘটন...! ভাঙল বাড়ি, গাছ! জানেন কারা ঘটাল এমন কান্ড

Last Updated:

রাত তখন দু'টো হবে। জোর বৃষ্টি না হলেও, বৃষ্টির শব্দ শোনা যাচ্ছিল। ঘুমে আচ্ছন্ন এলাকার সকলে। হঠাৎ ঘর ভাঙার শব্দ পেয়ে ঘর ছেড়ে পালালেন এক দম্পতি।

+
ভাঙা

ভাঙা ঘর

আলিপুরদুয়ার: রাত তখন দু’টো হবে। জোর বৃষ্টি না হলেও, বৃষ্টির শব্দ শোনা যাচ্ছিল। ঘুমে আচ্ছন্ন এলাকার সকলে। হঠাৎ ঘর ভাঙার শব্দ পেয়ে ঘর ছেড়ে পালালেন এক দম্পতি। দূর থেকে দেখলেন মূর্তিমান বিপদকে। ফালাকাটার পশ্চিম শালকুমার এলাকায় গতকাল রাতেও ঘটে বুনো হাতির হানা।
রাতে দুটি বুনো হাতি আক্রমণ করে বুধা ওরাওঁ-এর বাড়িতে। বাড়ির একটি ঘর দুই দিক থেকে ঘিরে ধরে দুটি হাতি। কোনক্রমে ঘর থেকে পালিয়ে অন্য ঘরে আশ্রয় নেন ওই দম্পতি। ওই ঘরটির টিনের বেড়া, তিন দিক থেকে ভেঙে গুঁড়িয়ে দেয় দুটি হাতি।পাশেই ননী ওরাওঁ-এর বাড়ির রান্না ঘরের বেড়া ভেঙে ফেলে হাতি। ননী ওরাওঁ তার তিন মেয়েকে নিয়ে বাড়িতে থাকেন।
advertisement
advertisement
তিনি জানান, তিন মেয়েকে নিয়ে রাতে হাতির ভয়ে তিনি কাঁদছিলেন। ননী ওঁরাওয়ের মেয়ে হেমন্তি ওরাওঁ জানিয়েছে, বন দফতরের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থায় একটু জোর দেওয়া উচিত। এলাকায় প্রায়ই হাতি আসে, তারা খুব ভয়ে থাকেন। ওখান থেকে কিছুটা দূরেই আমিনুর মিয়ার বাড়ির বেড়া ভেঙ্গে দেয় ও বেশ কিছু সুপারি গাছের পাতা খেয়ে যায় হাতি দুটি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আলিপুরদুয়ারের ওই গ্রামে হাতির হানা হয়েছে জানতে পেরে বুধবার সকালে এলাকা পরিদর্শন করেন দক্ষিণ খয়েরবাড়ি বিটের বিট অফিসার প্রকাশ সুব্বা। বিট অফিসার প্রকাশ সুব্বার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্তরা আবেদন করলে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।
advertisement
এছাড়াও বন দফতরের পক্ষ থেকে ওই এলাকায় স্থানীয় বনসুরক্ষা কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে টহলদাড়ির ব্যাবস্থা করা হবে। এলাকাবাসীদের শব্দবাজি দেওয়া হয়েছে।
Annanya Dey
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
রাতের অন্ধকারে আচমকা অঘটন...! ভাঙল বাড়ি, গাছ! জানেন কারা ঘটাল এমন কান্ড
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement