TRENDING:

এবার হাতের মুঠোয় সরকারি চাকরি! পুরুলিয়ার স্কুলে দুর্দান্ত চাকরির সুযোগ! বিস্তারিত জানুন

Last Updated:

অষ্টমশ্রেণী পাশ যোগ্যতায় সরকারি চাকরির সুযোগ পুরুলিয়ায় , জানেন কী ভাবে আবেদন করতে হবে , শেষ তারিখই বা কবে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া , শর্মিষ্ঠা ব্যানার্জি : সরকারি চাকরির সুযোগ। পুরুলিয়ার একটি ইংরেজি মাধ্যম স্কুলে চাকরির বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। পুরুলিয়ার একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের জন্য রয়েছে কর্মখালি। শিক্ষক ও নন-টিচিং কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক হবে। সম্প্রতি ২৮ অগাস্ট ২০২৫ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সরকারিভাবে। এই বিজ্ঞপ্তি Purulia-এর অফিসিয়াল ওয়েবসাইট www.purulia.gov.in-এ প্রকাশিত হয়েছে। ২৯ আগস্ট ২০২৫ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। শেষ তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ৫ টা পর্যন্ত ধার্য করা হয়েছে।
সরকারি বিদ্যালয়ে শূন্যপদ
সরকারি বিদ্যালয়ে শূন্যপদ
advertisement

মোট ১৪ টি শূন্যপদ রয়েছে। টিচার-ইন-চার্জ, পিজিটি শিক্ষক, সুপারিনটেনডেন্ট, মেট্রন, ক্লার্ক, পিয়ন, কুক, হেল্পার, সুইপার এবং নাইট গার্ড পদে নিয়োগ হবে। আবেদনের জন্য ওয়েবসাইট থেকে ফ্রম ডাউনলোড করতে হবে। এরপর পূর্ণাঙ্গ আবেদনপত্রটি সিল করা খামে প্রজেক্ট অফিসার-সহ-ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ও ট্রাইবাল ডেভেলপমেন্ট পুরুলিয়ার ঠিকানায় সরাসরি জমা দিতে হবে অথবা ডাকযোগে পাঠাতে হবে।

advertisement

যারা শিক্ষক পদের জন্য আবেদন করবেন এই সমস্ত প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি (পোস্ট গ্র্যাজুয়েট) এবং বি.এড (B.Ed) ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। টিচার-ইন-চার্জ পদে মাসিক বেতন হবে ২৩,০০০, আর পিজিটি শিক্ষক পদের জন্য বেতন নির্ধারিত হয়েছে ১৮,০০০। এছাড়া যারা নন-টিচিং পদের মধ্যে অর্থাৎ সুপারিনটেনডেন্ট, মেট্রন ও ক্লার্ক পদের জন্য আবেদন করবেন তাদের স্নাতক ডিগ্রি প্রয়োজন। ক্লার্কের ক্ষেত্রে কম্পিউটার জ্ঞান থাকা বাধ্যতামূলক।

advertisement

পিয়ন, কুক, হেল্পার, সুইপার ও নাইট গার্ড পদের জন্য ন্যূনতম অষ্টম শ্রেণী পাসের যোগ্যতা থাকতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৩৮ বছরের মধ্যে। এছাড়া সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় পাবেন।নন-টিচিং পদের মধ্যে সুপারিনটেনডেন্ট, মেট্রন ও ক্লার্ক পদে বেতন নির্ধারিত হয়েছে ১৩,৫০০, পিয়ন পদের জন্য ১২,০০০, এবং কুক, হেল্পার, সুইপার ও নাইট গার্ড পদের জন্য মাসিক বেতন ৮,১৮০ নির্ধারিত হয়েছে।

advertisement

যারা শিক্ষক পদের জন্য আবেদন করবেন সেই সমস্ত প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন করা হবে। নন-টিচিং পদের জন্য স্থানীয় উপজাতি ভাষা ও সংস্কৃতির জ্ঞান থাকা আবশ্যক। মেট্রন সুপারিনটেনডেন্ট ও ক্লার্ক পদের জন্য লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকার নেওয়া হবে। অন্যান্য নন-টিচিং পদের জন্য শুধুমাত্র সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। স্থানীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

advertisement

বিজ্ঞপ্তি অনুসারে যে তালিকা প্রকাশিত হয়েছে তার বিস্তারিত দেওয়া হল –

টিচিং পদ :

পিজিটি বায়োলজিক্যাল সায়েন্স – ১টি

টিচার-ইন-চার্জ – ১টি

পিজিটি গণিত – ১টি

পিজিটি ইংরেজি – ১টি

পিজিটি ইতিহাস – ১টি

পিজিটি বাংলা – ১টি

নন-টিচিং পদ :

বয়েজ হোস্টেল সুপারিনটেনডেন্ট – ১টি

ক্লার্ক – ১টি

পিয়ন – ১টি

গার্লস হোস্টেল মেট্রন (মহিলা) – ১টি

হেল্পার টু কুক – ১টি

কুক – ১টি

নাইট গার্ড – ১টি

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুইপার/টয়লেট ক্লিনার – ১টি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এবার হাতের মুঠোয় সরকারি চাকরি! পুরুলিয়ার স্কুলে দুর্দান্ত চাকরির সুযোগ! বিস্তারিত জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল