TRENDING:

Jhargram News: মাওবাদীদের নাম করে হুমকি চিঠি সরকারি আধিকারিককে! ভয় দেখিয়ে টাকা চাওয়ায় আটক ২ ভাই

Last Updated:

Jhargram News: আবগারি দফতরের ওই অফিসার বর্ধমান জেলায় কর্মরত। টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এরপর ওই ব্যক্তি ২৫ মার্চ রামগড় ফাঁড়িতে পুরো বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: এবার এক সরকারি অফিসারকে লক্ষাধিক টাকা চেয়ে মাওবাদীদের নাম করে হুমকি চিঠি দেওয়া হল। আর এই ঘটনায় পুলিশ দুই ভাইকে গ্রেফতার করল। মাওবাদীদের নাম করে ভয় দেখিয়ে চিঠি দিয়ে টাকা চাওয়ার ঘটনা ঘটছে লালগড় থানার রামগড় ফাঁড়ি এলাকায়। পুলিশ এই ঘটনায় রামগড়ের সিজুয়া এলাকার বনপুকুরিয়া গ্রাম থেকে বিকাশ রানা ও দুলাল রানা নামে দুই ভাইকে গ্রেফতার করেছে।
মাওবাদীদের নাম করে হুমকি চিঠি দিয়ে টাকা চাওয়ার ঘটনায় গ্রেফতার দুই
মাওবাদীদের নাম করে হুমকি চিঠি দিয়ে টাকা চাওয়ার ঘটনায় গ্রেফতার দুই
advertisement

এদিন অভিযুক্ত দু'জনকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক ২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রামগড়ে পুকুরিয়া গ্রামের আবগারি দফতরের এক অফিসারকে ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ এবং মার্চ মাসের ২৩ তারিখ দু'দফায় একবার ১৫ লক্ষ এবং একবার দশ লক্ষ টাকা চেয়ে মাওবাদীদের নামে হুমকি চিঠি দেওয়া হয়।

advertisement

আরও পড়ুন: কুকুরকে ধর্ষণ প্রৌঢ়র! দিনের পর দিন সারমেয় হেনস্থার ঘটনা, পদক্ষেপ যুবক দলের

আবগারি দফতরের ওই অফিসার বর্ধমান জেলায় কর্মরত। টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এরপর ওই ব্যক্তি ২৫ মার্চ রামগড় ফাঁড়িতে পুরো বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে। তারপরই গ্রেফতার হয় ওই দুই ভাই।

advertisement

আরও পড়ুন: বহরমপুর হোম থেকে হঠাৎই ১১ ছাত্র নিখোঁজ, স্কুলে পড়াশোনা করতে গিয়ে এ কী কাণ্ড!

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে বেলপাহাড়ি থানার বাঁশপাহাড়ি এলাকার এক ব্যবসায়ীকে দশ লক্ষ টাকা চেয়ে মাওবাদীদের নাম করে একইভাবে হুমকি চিঠি দেওয়া হয়েছিল। প্রাণ নাশের হুমকি দেওয়া হয় চিঠিতে। ফোন করেও হুমকি দেওয়া হয়েছি। এরপর ওই ব্যবসায়ী ৫২ হাজার টাকা অনলাইন মাধ্যমে পাঠিয়েছিল। কিন্তু তারপরও হুমকি দেওয়া হচ্ছিল। ওই ব্যাবসায়ী তারপর বেলপাহাড়ি থানায় অভিযোগ দায়ের করেন।

advertisement

পুলিশ তদন্তে নেমে ব্যাঙ্ক ট্রানজ্যাকশনের সূত্র ধরে পূ্র্ব বর্ধমানের ফতেপুর থেকে বাবা ও ছেলেকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদের পর আরও ১৫ জন ওই হুমকি চিঠি কাণ্ডে ধরা পড়ে। বেলপাহাড়ি, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি থেকে মোট ১৭ জনকে গ্রেফতার করেছিল। এবার একইভাবে হুমকি দিয়ে টাকা চেয়ে চিঠি দেওয়ার ঘটনায় দুই ভাইকে গ্রেফতার করল পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাজু সিং

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: মাওবাদীদের নাম করে হুমকি চিঠি সরকারি আধিকারিককে! ভয় দেখিয়ে টাকা চাওয়ায় আটক ২ ভাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল