একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ভারতের প্রযুক্তিবিদ্যার পুরনো প্রতিষ্ঠান আইআইটি খড়্গপুর জানিয়েছে, বিশেষ এক গবেষণামূলক প্রকল্পে কাজের জন্য জুনিয়র রিসার্চ ফেলোশিপ নিয়োগ করতে চলেছে আইআইটি খড়গপুর। বেতনক্রম কাজের দক্ষতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে ৩৭ হাজার টাকা। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফাস্ট ক্লাস সঙ্গে ৭৫% অথবা ৮.০ সিজিপিএ থাকা ব্যক্তিরাই আবেদন জানাতে পারবে।
আরও পড়ুন: আপনার কি ঠোঁটের রং বদলে যাচ্ছে? মারাত্মক রোগের শিকার হওয়ার আগে জানুন কোন রঙে কীসের ইঙ্গিত
advertisement
এছাড়াও ইউজিসি নেট পরীক্ষায় উত্তীর্ণরা বিশেষ এক পদ্ধতির মধ্য দিয়ে নিযুক্ত হতে পারবেন এই বিশেষ পদের জন্য। আগমেন্টেড এন্ড ভার্চুয়ালি রিয়েলিটি ইন ম্যানুফাকচারিং এপ্লিকেশন এই বিশেষ প্রকল্পে কাজের জন্য নিয়োগ করা হবে জুনিয়ার রিসার্চ ফেলোশিপ। পাইথন, এআর/ভিআর ইমেজস প্রোসেসিং কোডিং বিষয়ে দক্ষতা থাকতে হবে। ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন জানাতে পারবেন আবেদনকারীরা।
আরও পড়ুন: ‘আমি খারাপ ছেলে, মা কখনও সুখি হল না’, আচমকা অরিজিৎ সিংয়ের এমন পোস্ট কেন? শোরগোল নেটদুনিয়ায়
সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন তাঁরা। বয়সসীমা ২৮ বছর, এসটি, এসসি ওবিসিদের জন্য বয়সের ছাড় রয়েছে একটিমাত্র পদে আবেদন জানানোর শেষ তারিখ ২০ নভেম্বর ২০২৪। আবেদন জানানোর জন্য-https://erp.iitkgp.ac.in/SricWeb/temporaryJobs.html এই লিঙ্ক ব্যবহার করতে পারেন। এছাড়াও আইআইটি খড়্গপুরের অফিশিয়াল ওয়েবসাইট থেকে, টেম্পোরারি জবস পজিশনে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
রঞ্জন চন্দ