তবে কাঁরা আবেদন করতে পারবেন? সেই প্রশ্নের উত্তর স্পষ্ট দেওয়া রয়েছে বিজ্ঞপ্তিতে। যে কোনও বিষয়ে পিএইচডি থাকলেই আবেদনের সুযোগ পাবেন। পাশাপাশি, স্নাতক কিংবা স্নাতকোত্তরে পাঠরত শিক্ষার্থীরাও এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে বলা রয়েছে যে internship এর জন্য যারা নিযুক্ত হবেন তাদের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি-সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড অর্থপুষ্ট প্রকল্পে কাজ করতে হবে।
advertisement
কতদিনের ইন্টার্নশিপ এবং কীকাজ করতে হবে? সেই প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে বিজ্ঞপ্তিতে। দুই মাসের জন্য নিযুক্তিকরণঘটবে। মাসিক ভাতাদেওয়া হবে 5000 টাকা। কলেজের পদার্থবিদ্যা অর্থাৎ ফিজিক্স বিভাগের প্রকল্পে কাজ চলবে। ইন্টার্নশিপ শুরুর সময় বাছাই করা প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। এই গবেষণা প্রকল্পের প্রিন্সিপল ইনভেস্টিগেটর হিসাবে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন ফিজিক্স ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রিয়ম দাস। তথ্যের জন্য সরাসরি যোগাযোগ করে নেয়া যেতে পারে। ইন্টার্নশিপের জন্য এক জনকে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। বাছাই করা প্রার্থীদের সঙ্গে ইমেল মারফত যোগাযোগ করে নেওয়া হবে। আবেদন হবে অনলাইন মারফত। আবেদনের শেষ দিন ৩১ মার্চ। আগ্রহীদের এই বিষয়ে আরও জেনে নিতে হলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
নীলাঞ্জন ব্যানার্জী