বিজ্ঞপ্তি অনুসারে আবেদনের পর, যে প্রার্থী নির্দিষ্ট পদে কর্মী হিসেবে নিযুক্ত হবেন তাঁকে প্রতিমাসে ১১ হাজার টাকা বেতন দেওয়া হবে। থাকছে অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা। ইচ্ছুক আবেদনকারীকে বাঁকুড়া জেলায় স্থায়ী ভাবে বসবাসকারী হতে হবে। এছাড়াও একমাত্র সরকারি দফতরের অবসরপ্রাপ্ত কর্মীরাই এই পদে আবেদন জানাতে পারবেন।
advertisement
চাকরিপ্রার্থীদের যদি সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার অভিজ্ঞতা এবং কম্পিউটারের দক্ষতা থাকে তাহলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বলে উল্লেখ করা আছে বিজ্ঞপ্তিতে। আবেদনের জন্য বাঁকুড়া জেলার ব্লক উন্নয়ন দফতরের পক্ষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদনপত্র পূরণ করতে হবে। অবশ্যই ইচ্ছুক চাকরিপ্রার্থীরা আবেদনের আগে খুঁটিয়ে বিজ্ঞপ্তিটির পড়ে বুঝে নেবেন এবং তারপরে আবেদন পত্রটি ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোড করে A4 পাতায় প্রিন্ট করিয়ে পূরণ করতে হবে। চাকরিপ্রার্থীকে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আরও পড়ুন: ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প কি বাতিল হয়ে যাবে? শুনেই হাইকোর্ট যা বলল, মমতা সরকারেরই জয়জয়কার
এছাড়াও চাকরি প্রার্থীদের যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর বিবেচনা করা হবে। ব্লক উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে। ০৫/০২/২০২৫ তারিখে ব্লক উন্নয়ন দফতরের পক্ষ থেকে ইন্টারভিউ আয়োজন করা হবে। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আবশ্যিকভাবে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলে দেওয়া ঠিকানায় নির্দিষ্ট সময়ে প্রয়োজনীয় সমস্ত নথিপত্রের সঙ্গে পৌঁছে যেতে হবে। https://bankura.gov.in/notice_category/recruitment/
নীলাঞ্জন ব্যানার্জী