Marriage in Nadia College: কলেজের ক্লাসে ছাত্রকে বিয়ে করার ভিডিও ভাইরাল, তুমুল আলোচনা-সমালোচনায় মুখ খুললেন অধ্যাপিকা! কী বললেন জানেন?
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
Marriage in Nadia College: বুধবার রাতে অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও প্রকাশ করেন, সেই ভিডিওতেই তিনি জানালেন ভিডিওর আসল ঘটনা।
নদিয়া: ক্লাসরুমের মধ্যে প্রথম বর্ষের ছাত্রের অধ্যাপিকাকে বিয়ে। বুধবার থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। যেখানে ভিডিওতে দেখা যাচ্ছে কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপিকাকে প্রথম বর্ষের এক ছাত্র মালাবদল এবং সিঁদুরদান করছেন।
আর সেই ঘটনারই বিবৃতি দিলেন বিভাগীয় প্রধান অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়। আনুমানিক বুধবার রাতে অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও প্রকাশ করেন, সেই ভিডিওতেই তিনি জানালেন ভিডিওর আসল ঘটনা।
advertisement
ভিডিওর মাধ্যমে তিনি জানান, কলেজে আয়োজন করা হয়েছিল একটি নাটকের। আর সেই নাটক থেকেই প্ল্যান করে নাটকের বেশ কিছু অংশ কাটছাঁট করে ভিডিও প্রকাশ করে বিতর্ক তৈরি করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
advertisement
এবং যার জেরে নিজের এবং বিশেষ করে ভিডিওতে থাকা সেই পড়ুয়াদের সম্মান নষ্ট হয়েছে বলেও দাবি করেন অধ্যাপিকা। পাশাপাশি তাঁকে ছুটিতে পাঠানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। তবে অধ্যাপিকার এই দাবি কতটা যুক্তিপূর্ণ তা খতিয়ে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 30, 2025 3:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Marriage in Nadia College: কলেজের ক্লাসে ছাত্রকে বিয়ে করার ভিডিও ভাইরাল, তুমুল আলোচনা-সমালোচনায় মুখ খুললেন অধ্যাপিকা! কী বললেন জানেন?







