আরও পড়ুন: চা পর্যটন! পূর্ণিমার চাঁদের আলোয় মুনলাইট টি-প্লাক দেখতে উপচে পড়ল ভিড়
পাথরপ্রতিমার এই হাসপাতালটি লক্ষীজনার্দনপুরে অবস্থিত। প্রত্যন্ত এই এলাকার মানুষজনের একমাত্র ভরসা এই হাসপাতাল। যদিও সেই হাসপাতালে মাত্র ১ জন চিকিৎসক আছেন বলে দাবি স্থানীয়দের। সেই চিকিৎসকও সঠিক সময়ে হাসপাতালে আসেন না বলে অভিযোগ উঠেছে।
advertisement
সরকারি হাসপাতালটির পরিকাঠামোও পর্যাপ্ত নয়। রোগীদের বসার কোন্ও ব্যবস্থা নেই, নেই পর্যাপ্ত জলের ব্যাবস্থা। রোগীরা সকাল থেকে এসে হাসপাতালের মেঝে সহ একাধিক জায়গায় বসে থাকতে বাধ্য হন। স্থানীয়রা এই হাসপাতালের চিকিৎসা পরিষেবা উন্নত করার দাবি জানিয়ে একাধিকবার প্রশাসনের দারস্থ হয়েছেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বর্তমানে হাসপাতালের অবস্থা এতটাই বেহাল যে স্থানীয়রা গুরুতর কোনও সমস্যায় পড়লে অপেক্ষা না করে ৩০ থেকে ৪০ কিমি দূরের পাথরপ্রতিমা ব্লক স্বাস্থ্য কেন্দ্র ও রায়দিঘি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে অসুস্থ পরিজনকে নিয়ে হাজির হন। এই নিয়ে পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য রজনীকান্ত বেরা জানান, সমস্যা একটা আছে, সেটা সমাধান করার চেষ্টা করা হচ্ছে। গ্রামের দিকে ডাক্তারবাবুরা এখন আসতে চান না। ফলে চিকিৎসকের ঘাটতি আছে। এছাড়াও হাসপাতালের চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরার একটি পরিকল্পনা রয়েছে। সমস্ত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
নবাব মল্লিক