জানা গিয়েছে, নদীতে জল কম থাকলেও সেই সময় ছিল মারাত্মক স্রোত। বিষয়টি অন্যান্য ভুটভুটির মাঝিদের নজরে আসতেই তাঁরা উদ্ধারের জন্য এগিয়ে যান। কিন্তু ততক্ষণে অনেক যাত্রীই ভীষণ ভাবে আতঙ্কিত হয়ে পড়েন। বেশ কিছু যাত্রী আবার আতঙ্কে মাঝ নদীতে ভুটভুটি থেকে লাফও দিয়েছেন। যদিও তাঁদের অত্যন্ত দ্রুততার সঙ্গে অন্য ভুটভুটিতে তুলে নেওয়া হয়।
advertisement
আরও পড়ুন : হঠাৎ হাহাকার নদীর পাড়ে! ডুবে গেল কৃষকবোঝাই নৌকা, নিখোঁজ যুবককে ঘিরে চাঞ্চল্য
অন্যান্য নৌকা চালকদের চেষ্টায় দীর্ঘ প্রায় আধঘন্টা মধ্যে উদ্ধার করা হয় সকলকে। তবে এদিনের এই ঘটনায় তাঁরা কার্যত মৃত্যুকে সামনে থেকে দেখলেন বলে দাবি করেছেন যাত্রীরা। অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণেই নদীর চড়ায় ভুটভুটি আটকে গিয়েছিল বলে দাবি স্থানীয়দের। অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় প্রতিনিয়ত এই গোসাবা ও গদখালির মধ্যে খেয়া পারাপারে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে।
আরও পড়ুন : ২০ টাকায় স্মার্টফোন? লোভে পড়ে সর্বনাশ! সাংঘাতিক কাণ্ড নদিয়ায়, না জানলে মিস
এদিনও সেই কারণেই দুর্ঘটনার কবলে পড়েছিলেন যাত্রীরা। কার্যত মৃত্যুকে সামনে থেকে দেখতে হয়েছে তাঁদের। যদিও সব যাত্রীরা বরাতজোরে রক্ষা পেয়েছেন। ঘটনার সময়ের ছবি এই মুহূর্তে ভাইরাল সামাজিক মাধ্যমে। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।