গোপীবল্লভপুরের যত্রতত্র ময়লা ফেলায় দুর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত হওয়ার উপক্রম হয়েছিল। পড়ে থাকা ময়লা থেকে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগ ছড়াচ্ছিল। প্রশাসনিক উদ্যোগে কোনও ব্যবস্থা না হওয়ায় নিজেই মাঠে নামেন ব্যবসায়ী। তিনি বলেন, ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা থাকলেও সেখানে কেউ ময়লা ফেলেন না। যেখানে সেখানে ময়লা ফেলার কারণে সাধারণ মানুষকে এই দুর্গন্ধ সহ্য করতে হত। পুজো দেখতে এসে তাঁদের যাতে এই অসুবিধার সম্মুখীন না হতে হয় সেই জন্য এই কাজ করছেন।
advertisement
আরও পড়ুনঃ রাজবাড়ির আদলে মণ্ডপ, নজর কাড়ছে প্রতিমা! বীরভূমের ‘এই’ বিগ বাজেট পুজোয় এবারেও চমক, না দেখলে মিস
স্থানীয়রা জানাচ্ছেন, গোপীবল্লভপুর বাজারের একাধিক জায়গায় বেশ কিছুদিন ধরে আবর্জনা জমা হয়েছিল। সেগুলি পরিষ্কার করার কোনও ভাবনা নেওয়া হয়নি। তন্ময়ের উদ্যোগ সত্যিই ভাল। গোপীবল্লভপুর ব্যবসায়ী সমিতির কোর কমিটির সদস্য তন্ময় বক্সী। তিনি নিজেই জেসিবি মেশিন দিয়ে বাজারের সমস্ত জমে থাকা আবর্জনা গাড়িতে তুলে অন্যত্র ফেলার ব্যবস্থা করেন। পাশাপাশি শ্রমিক লাগিয়ে একটি শৌচাগারও পরিষ্কার করেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রশাসনিক উদ্যোগের বাইরে একজন ব্যবসায়ীর এরকম পদক্ষেপে খুশি এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে দোকানদারা। তাঁর এই ধরণের ব্যক্তিগত প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন সকলে। এদিন সাধারণ ব্যবসায়ীদের যত্রতত্র আবর্জনা না ফেলার জন্য আবেদন করা হয়। সবাই যাতে সঠিক জায়গায় আবর্জনা ফেলেন সেই জন্য সচেতন করা হয়।