বলা হয়েছে, ডানকুনি থেকে নিবড়া, দ্বিতীয় সেতু হয়ে কলকাতাগামী সমস্ত পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা। এই পথের পরিবর্তে নির্দিষ্ট সময়ে নিবেদিতা সেতু ব্যবহার করে কলকাতা পৌঁছতে পারবে যান গুলি, নির্দেশিকা হাওড়া হাওড়া সিটি পুলিশের।
হাওড়া হয়ে মেদিনীপুর, হুগলি, বর্ধমান-সহ বিভিন্ন জেলার সঙ্গে কলকাতার অন্যতম যোগাযোগ মাধ্যম দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। এই পথে গত কয়েক বছরে দ্রুত গতিতে বেড়েছে যানবাহনের সংখ্যা। যানবাহনের সংখ্যা বৃদ্ধিতে ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে গত কয়েক বছর।
advertisement
এই যানজটের সমস্যার সমাধান করতে কোনা থেকে সাঁতরাগাছি ছয় লেনের করিডোর তৈরির কাজ চলছে। এই কাজ সম্পন্ন হলে সম্পূর্ণরূপে যানজটনিয়ন্ত্রণ হবে, তা প্রায় স্পষ্ট। করিডোর তৈরির যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলছে।
কোলাঘাট হয়ে যানবাহন সেই সঙ্গে ডানকুনি হয়ে যানবাহন উভয় দিক থেকে প্রচুর যানবাহন এসে এই পথ হয়ে কলকাতা পৌঁছচ্ছে। ফলে নির্মাণ কাজে দারুন সমস্যা তৈরি হচ্ছে। নির্মাণ কাজের সুবিধার জেরে, ২৬/১০/২০২৫ রবিবার থেকে ডানকুনির দিক থেকে আসা সমস্ত পণ্যবাহী যানবাহন কোনা হয়ে দ্বিতীয় হুগলী সেতুর পরিবর্তে। প্রতিদিন রাত ১০ টা থেকে পরদিন সকাল ছ’টা পর্যন্ত নিবেদিতা সেতু হয়ে কলকাতা পৌঁছবে পণ্যবাহী যান গুলি। এমনই নির্দেশিকা হাওড়া সিটি পুলিশের।
আরও পড়ুন- বীরভূমে রুদ্ধশ্বাস অভিযান! দমকল-গ্রামবাসীর যৌথ প্রচেষ্টায় নতুন জীবন পেল অবলা প্রাণী
পুলিশ সূত্রে জানা যায়, সাঁতরাগাছি থেকে কোনা ছয় লেন করিডোর নির্মাণ কাজ শেষ হওয়া পর্যন্ত ডানকুনি থেকে কোনা হয়ে দ্বিতীয় হুগলি সেতুর পরিবর্তে নিবেদিতা সেতু হয়ে কলকাতা পৌঁছবে পণ্যবাহী যান গুলি। অন্যদিকে কোলাঘাট থেকে আশা সমস্ত যানবাহনের ক্ষেত্রে কোন রকম নিষেধাজ্ঞা থাকছে না।






