স্থানীয় সূত্রে খবর, দুধের টিনবোঝাই একটি লরি কলকাতার চিড়িয়া মোড় থেকে মুর্শিদাবাদের শক্তিপুরের দিকে যাচ্ছিল। ভাগীরথী নদীতে রামনগর ঘাট দিয়ে ট্রলারে পারাপারের সময় লরিটি এক দিকে কাত হয়ে নদীতে পড়ে যায়। চোখের সামনে লরিটিকে ডুবে যেতে দেখেন সকলে। ওই দুর্ঘটনার জখম হন ঊর্মিলা নামে একজন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শক্তিপুর থানার পুলিশ। ডুবুরিদের সহায়তায় খোঁজ করা হচ্ছে লরি চালকের। শুরু হয়েছে লরি উদ্ধারের কাজও।
advertisement
আরও পড়ুন: মুর্শিদাবাদে ফের জেগে উঠবে সিরাজউদ্দৌলার নিদর্শন! বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। বেশ কয়েকজন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। এক বৃদ্ধা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। রামনগর ঘাট পেরিয়েই দুই জেলার সব্জি, বালি, সিমেন্ট, ধান, ভূসিমাল, মুদিখানার মাল ভর্তি লরি গন্তব্যে পৌঁছয়। রেজিনগর ব্লকের শক্তিপুর অঞ্চলের বিভিন্ন গ্রামের যোগাযোগের একমাত্র মাধ্যম রামনগর ফেরিঘাট।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতিদিন মালবোঝাই ট্রাক, যানবাহন-সহ সাধারন মানুষ এই ঘাটের ওপর দিয়েই যাতায়াত করে। ফলে পদে পদে দুর্ঘটনার আশঙ্কা করে স্থানীয় থেকে নিত্যযাত্রীরা। শুধু মানুষজন নয়, নৌকার ওপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করে পণ্যবাহী ট্রাক থেকে শুরু করে বিভিন্ন যানবাহন।
কৌশিক অধিকারী