বর্ধমানের বাবুরবাগে তৈরি হচ্ছে ক্যানসার হাসপাতালের পাঁচতলা ভবন। দুটি তলা থাকছে মাটির নীচে। সেখানেই ক্যানসার চিকিৎসার আধুনিক যন্ত্রপাতি থাকবে। তৈরি করা হচ্ছে অত্যাধুনিক ল্যাবরেটরি। ২০১৮ সালের শেষের দিকে এই হাসপাতাল ভবনটি তৈরির কাজ শুরু হয়। ইতিমধ্যেই ৩৬ কোটি টাকা খরচ খরচ হয়ে গিয়েছে। ২৫ কোটি টাকা যন্ত্রপাতি কেনার জন্য বরাদ্দ করা হয়েছে।
advertisement
বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ কৌস্তভ নায়েক জানান, প্রথমে আউটডোরের মধ্য দিয়ে ক্যানসার হাসপাতাল চালু হবে। উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। হাসপাতালে সুপার তাপস ঘোষ জানান, ক্যানসারের সর্বোচ্চ চিকিৎসা বর্ধমানে বসেই মিলবে। এখান থেকে রোগীকে অন্যত্র রেফার করা হবে না। সেভাবেই পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। এর ফলে এই রাজ্যের রোগীরা তো বটেই ভিন রাজ্যের রোগীরাও উপকৃত হবেন।
বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্যানসার বিভাগ রয়েছে। ৪০টি শয্যা রয়েছে এই বিভাগে। প্রতিদিন প্রায় ১৫০ রোগী চিকিৎসার জন্য আসেন। আউটডোরে দেখানোর পর ভর্তি নেওয়া হয়। কেমোথেরাপি, ব্রকিথেরাপিও হয়। আলাদা করে ক্যানসার হাসপাতাল চালু হয়ে গেলে একসঙ্গে বহু রোগীকে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : শীতের শুরুতে মুম্বই চিড়িয়াখানায় জন্ম ৩ পেঙ্গুইন শাবকের
২০১৩-১৪ সালে বর্ধমানে এই টার্সিয়ারি ক্যানসার হাসপাতাল তৈরির অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় সরকার। তারপর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ একটি জায়গা নির্বাচন করে পূর্ণাঙ্গ প্রস্তাব পাঠায়। কিন্তু সেই জায়গা সরকারের পছন্দ হয়নি। তার ফলে থমকে যায় ক্যানসার হাসপাতাল তৈরির কাজ। এরপর বাবুরবাগের এই জমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে চাওয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয় সে ব্যাপারে অনুমতি দেয়। তারপরেই সেখানে হাসপাতাল তৈরির কাজ শুরু হয়।