শীতের শুরুতে মুম্বই চিড়িয়াখানায় জন্ম ৩ পেঙ্গুইন শাবকের

Last Updated:

Penguins at Mumbai Zoo: শীতে বড়দিনের ছুটিতে তাদের দেখা পেতে উপচে পড়বে দর্শনার্থীদের ভিড়, আশা কর্তৃপক্ষের

মুম্বই : শীত আসছে। তার হাত ধরে এগিয়ে আসছে ইংরেজি বর্ষবরণের পর্বও। বছর শেষে এই আনন্দ উৎসবের মুহূর্তে সুসংবাদ মুম্বইয়ের চিড়িয়াখানায়৷ বায়কুল্লা পশুশালায় জন্ম হল তিন পেঙ্গুইন ছানার৷ শীতে বড়দিনের ছুটিতে তাদের দেখা পেতে উপচে পড়বে দর্শনার্থীদের ভিড়, আশা কর্তৃপক্ষের৷
বায়োলজিস্ট তথা এই চিড়িয়াখানার জনসংযোগ আধিকারিক ডক্টর অভিষেক শতম জানিয়েছেন, ‘‘সম্প্রতি চিড়িয়াখানায় সন্তানের জন্ম দিয়েছে এক পেঙ্গুইন৷ তিন সদ্যোজাতর মধ্যে দু’টি ছেলে এবং একটি শাবক মেয়ে৷ তাদের নাম রাখা হয়েছে অ্যালেক্সা, ফ্ল্যাশ এবং বিঙ্গো৷ নতুন অতিথিদের দেখার জন্য দর্শনার্থীরা রোমাঞ্চিত৷’’
দর্শনার্থীদের ভিড় ক্রমশ বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন অক্টোবরে দীপাবলির সময় এক দিনে রেকর্ড সংখ্যক ৩১ হাজার দর্শনার্থী ভিড় করেন এই চিড়িয়াখানায়৷ এক দিনের নিরিখে বায়কুল্লা চিড়িয়াখানায় এখনও পর্যন্ত এটাই সর্বোচ্চ ভিড় দর্শনার্থীদের৷ সময়ের সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের সংখ্যা বৃদ্ধিতে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনে রাজস্ব ভাণ্ডারও সমৃদ্ধ হয়েছে৷
advertisement
advertisement
আরও পড়ুন : এই শহরে থাকতে আগ্রহী হলেই দেওয়া হবে ২৫ লক্ষ টাকা
চিড়িয়াখানায় নবজাতক পেঙ্গুইনদের সর্বক্ষণ নজরদারিতে রাখা হয়েছে৷ তাদের জন্য জল ও বাতাস নিয়মিত পরিস্রুত করা হচ্ছে৷ বায়কুল্লায় মুম্বই চিড়িয়াখানার পোশাকি নাম বীরমাতা জীজাবাঈ ভোঁসলে উদ্যান৷ সম্প্রতি ১৬০ বছর পূর্ণ করেছে এই চিড়িয়াখানা৷ পশুপাখি ছাড়াও এই চিড়িয়াখানার আকর্ষণ প্রায় ৬ হাজার গাছ এবং ঐতিহাসিক নির্মাণ৷
advertisement
গত ১৯ নভেম্বর ১৬০ বছর পূর্ণ করেছে এই চিড়িয়াখানা৷ সেই উপলক্ষে প্রথম বার অনলাইন টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে৷ এখন অনলাইন এবং অফলাইন দুভাবেই টিকিট কাটা যায় এই পশুশালায়৷
বাংলা খবর/ খবর/দেশ/
শীতের শুরুতে মুম্বই চিড়িয়াখানায় জন্ম ৩ পেঙ্গুইন শাবকের
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement