আদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার জানান, “দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের মাধ্যমে ৩১ পুজো স্পেশ্যাল ট্রেন চালানো হচ্ছে, যা মূলত পুরুলিয়া, চান্ডিল, বোকারো, বাঁকুড়া, বরাভূম, আদ্রা এবং বিষ্ণুপুর, এই গুরুত্বপূর্ণ স্টেশনগুলির উপর দিয়ে যাতায়াত করবে। এই বিশেষ ট্রেন পরিষেবা যাত্রীদের গন্তব্যে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময়ভাবে পৌঁছাতে সহায়তা করবে।” তিনি আরও বলেন, “এই ছটপুজোতে আমাদের মূল লক্ষ্য যাত্রীদের নিরাপদ ও আনন্দদায়ক যাত্রা নিশ্চিত করা। সেই লক্ষ্যে অতিরিক্ত ট্রেন পরিষেবা, আধুনিক ওয়ার রুম ও রেল সুরক্ষা বাহিনীর সক্রিয় ভূমিকার মাধ্যমে আমরা প্রস্তুত। উৎসবের সময় কোনও যাত্রী যাতে সমস্যায় না পড়েন, তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।”
advertisement
আরও পড়ুনঃ ফাঁকা জায়গার দরকার নেই, আম বাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে ব্যাপক লাভ পাচ্ছেন চাষি
পুজো স্পেশ্যাল ট্রেনগুলোর মধ্যে অন্যতম হল, ধানবাদ–ভুবনেশ্বর–ধানবাদ, রক্সাউল–তিরুপতি এবং পাটনা–চার্লাপল্লি–পাটনা। এই পুজো স্পেশ্যাল ট্রেনগুলো আদ্রা ডিভিশনের বোকারো স্টেশনের মধ্য দিয়ে চলেছে। রেল সূত্রে আরও জানা গিয়েছে, উৎসবকালে যাত্রীদের সুবিধার্থে স্টেশনগুলিতে অতিরিক্ত রেলকর্মী, টিকিট পরীক্ষক দল, নিরাপত্তা রক্ষী এবং হেল্প ডেস্ক মোতায়েন করা হয়েছে। জরুরি অবস্থার জন্য প্রস্তুত রাখা হয়েছে একটি আধুনিক ওয়ার রুম, যা সার্বক্ষণিক নজরদারিতে থাকবে।